ইবতেশাম রহমান সায়নাভ, বেরোবি প্রতিনিধি :
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন-২০২৫ সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন কমিশন খসড়া আচরণবিধি প্রকাশ করেছে। রবিবার (১৬ নভেম্বর) প্রকাশিত এ আচরণবিধিতে মনোনয়নপত্র সংগ্রহ থেকে শুরু করে ভোট প্রদান পর্যন্ত সব ধরনের কার্যক্রম পরিচালনার নিয়ম-কানুন বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে।
খসড়া আচরণবিধিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক চর্চা, নেতৃত্ব বিকাশ এবং অংশগ্রহণমূলক সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে শক্তিশালী করতেই ব্রাকসু ও হল শিক্ষার্থী সংসদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে প্রার্থীদের সমান সুযোগ নিশ্চিত করা এবং অনাকাঙ্ক্ষিত উত্তেজনা ও বিশৃঙ্খল পরিস্থিতি রোধ করাই আচরণবিধির মূল উদ্দেশ্য।
আচরণবিধি অনুযায়ী, মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের সময় কোনো প্রকার মিছিল বা শোভাযাত্রা করা যাবে না। একজন প্রার্থী সর্বোচ্চ পাঁচজন সমর্থক সঙ্গে রাখতে পারবেন। ডোপ টেস্টে পজিটিভ হলে প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে। এছাড়া নির্বাচনী প্রচারণায় যানবাহন, ব্যান্ড পার্টি, মাইক বা শোডাউনের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। শুধুমাত্র সাদা-কালো লিফলেট ব্যবহার করা যাবে, পোস্টার লাগানো বা দেয়ালে লিখনও নিষিদ্ধ।
ভোটারদের বৈধ পরিচয়পত্র প্রদর্শন করেই কেন্দ্রের ভেতরে যেতে হবে। প্রার্থী, পোলিং এজেন্ট, নির্বাচন কর্মকর্তা ছাড়া অন্য কেউ ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। বুথের ভেতরে মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। ব্যালট পেপারের ছবি তোলা বা বাইরে নেওয়া দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।
নির্বাচনের দিন ভোটার ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ছাড়া অন্য কারো ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ থাকবে। ভোটার স্লিপ বিতরণ করা যাবে তবে ভোটকেন্দ্রের ৫০ মিটারের মধ্যে নয়।
অস্ত্র, লাঠিসোটাসহ যেকোনো ধরনের অস্ত্র বা বিস্ফোরক বহন নিষিদ্ধ। কোনো প্রার্থী ভোটারকে প্রভাবিত করার জন্য অর্থ, উপহার, খাবার বা সুবিধা দিতে পারবেন না। আচরণবিধি লঙ্ঘন করলে সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানা, প্রার্থীতা বাতিল বা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নির্বাচন কমিশন শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে আচরণবিধির ওপর লিখিত মতামত আহ্বান করেছে।
• খসড়া আচরণবিধি প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫
• মতামত দাখিল: ১৭ নভেম্বর ২০২৫, সকাল ১০টা-বিকেল ৪টা, প্রো-ভিসি কার্যালয়
• চূড়ান্ত আচরণবিধি প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫
মতামত দেওয়ার সময় শিক্ষার্থীর পূর্ণাঙ্গ নাম, বিভাগ, সেশন, আইডি নম্বর ও মোবাইল নম্বর উল্লেখ করতে হবে।
বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আচরণবিধিতে নির্বাচনের আগে ও পরে উত্তেজনা, ভীতি বা আতঙ্ক সৃষ্টিকারী কর্মকাণ্ড সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। সবাইকে নির্বাচন-পরবর্তী সময়ে সৌহার্দ্য ও সহনশীলতা বজায় রাখার আহ্বান জানানো হয়।
খসড়া আচরণবিধিতে প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মোঃ শাহ্জামান এবং অন্যান্য কমিশনাররা স্বাক্ষর করেছেন।
এমআই