সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

নবীনদের বরণ করে নিল রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি

রোববার, নভেম্বর ১৬, ২০২৫
নবীনদের বরণ করে নিল রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি

নুসরাত নাঈম সাজিয়া, রাজশাহী কলেজ:

রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি (আরসিআরইউ) এর ২০২৫-২৬ সালের নতুন সহযোগী সদস্যদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয়া হয়েছে। আজ রোববার (১৬ নভেম্বর) সকাল ১০ টার দিকে কলেজের হাজী মুহম্মদ মহসীন ভবনের ১৭নং গ্যালারি রুমে এই নবীন বরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতেই সংগঠনটির পক্ষ থেকে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এরপর নতুন সহযোগীদের ফুল দিয়ে বরণ করে নেন অতিথিরা। নবীনবরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আরসিআরইউ’র সভাপতি আবু সাঈদ রনি।

ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুল আলিম এবং প্রশিক্ষণ ও প্রকাশনা সম্পাদক আল সাকিবের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ও অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী ।

সৃজনশীল সাংবাদিক সংগঠন আরসিআরইউ'র নবীনদের স্বাগত জানিয়ে তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। সমাজে ঘটে যাওয়া সকল বিষয় সাংবাদিকদের মাধ্যমে আমাদের দৃষ্টিতে আসে। একজন সাংবাদিক হিসেবে পেশাগত জায়গা থেকে সৎ ও সংবাদ প্রকাশে সততা অবলম্বন করা প্রয়োজন। সবাই যেন ভবিষ্যতে সৎ ও দক্ষ সাংবাদিক হিসেবে গড়ে উঠেন সকলের প্রতি সেই আহ্বান জানান তিনি। 

সংগঠনটির সভাপতি আবু সাঈদ রনির সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিটির শিক্ষক উপদেষ্টা ও দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সৈয়দ আলী আহসান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর সহকারী মহাসচিব, রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) এর সাধারণ সম্পাদক ও দৈনিক কালের কণ্ঠের ব্যুরো প্রধান ড. সাদিকুল ইসলাম স্বপন, এনটিভির সিনিয়র করেসপন্ডেন্ট শ. ম. সাজু, স্টার নিউজের রাজশাহী ব্যুরো প্রধান জিয়াউল গণি সেলিম ও মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ওলিউর রহমান বাবু।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন আরসিআরইউ'র সাবেক সভাপতি শেখ রহমত উল্লাহ, সাবেক সভাপতি শামসুন্নাহার সুইটি, সাবেক সভাপতি ও ঢাকা মেইলের স্টাফ রিপোর্টার আব্দুল হাকিম।

এসময় ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক সুজন হোসেন, সাংগঠনিক সম্পাদক জুল ইকরাম ফেরদৌস, দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন, অর্থ সম্পাদক ইব্রাহিম মিয়া, তথ্য ও প্রচার সম্পাদক মুজাহিদুল ইসলাম, নির্বাহী সদস্য ফারহানা ইয়াসমিন ছন্দা, ফারজানা ইসলাম মিতু প্রমুখ উপস্থিত ছিলেন।

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল