শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

মোড়েলগঞ্জে ৮০ পরিবার পেলেন মৌসুমি ফল

রোববার, জুলাই ২৫, ২০২১
মোড়েলগঞ্জে ৮০ পরিবার পেলেন মৌসুমি ফল

এম.পলাশ শরীফ, বাগেরহাট প্রতিনিধি: করোনাকালীন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার মোড়েলগঞ্জের সদর ইউনিয়নে ৮০ পরিবার পেলেন মৌসুমি ফল(আম) ও খাদ্য সামগ্রী।

সোমবার বেলা সাড়ে ১১টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ মৌসুমি ফল ও খাদ্যসামগ্রী অনুষ্ঠানিকভাবে বিতরণ করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান মাহমুদ আলী। 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মো. সালাহউদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, ইউপি সদস্য নূরুজ্জামান শেখ, শহিদুল ইসলাম, মো. জামাল শেখ ও জাহানারা বেগম।

এ সময় চেয়ারম্যান মাহমুদ আলী বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ এগিয়ে যাচ্ছে। মহামারী করোনা সময়ে অসহায় কর্মহীন মানুষের কথা ভেবে খাদ্যসামগ্রীর পাশাপাশি মৌসুমি ফলও সহায়তা দিচ্ছেন। সকলে প্রধানমন্ত্রী ও তার পরিবারের জন্য দোয়া করবেন।

সময় জার্নাল/এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল