এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনায় ও উপসর্গে মারা গেছেন ৮ জন। তাদের মধ্যে ৪ জন করোনায়, ৩ জন করোনা উপসর্গ নিয়ে মারা যান এবং করোনা নেগেটিভ আসার পরে মারা গেছেন ১ জন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৫৪ জন।
সোমবার (২৬ জুলাই) দুপুর ২টার দিকে সিভিল সার্জনের কার্যালয় সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।
গত ২৪ ঘন্টায় ফরিদপুরে ৩১৩ জনের নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছে ১১৭ জনের। শনাক্তের হার দশমিক ৩৬.৩৮ শতাংশ । এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হলো ১৬ হাজার ৯৪৬ জনের।
ফরিদপুর সিভিল সার্জন ডা ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘন্টায় ফরিদপুর পিসি আর ল্যাবে ৩১৩ জনের নমুনা পরীক্ষা করে ১১৭ জন নতুন শনাক্ত হয়েছে। করোনার বিধি বিধান ও মাস্ক ব্যবহারে সচেতনতার অভাবে এই পরিস্থিতি চলমান।
সময় জার্নাল/এমআই