নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালীর কবিরহাট ও মাইজদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (১৭ নভেম্বর) সকালে এ দুটি দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের বিরাহিমপুর গ্রামের খোরশেদ আলমের ছেলে বেলাল হায়দার (৪৬) এবং মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রোডাক্ট লাইন নোয়াখালী রিজিয়নের আরএসএম গোলাম সারওয়ার (৪৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কবিরহাট উপজেলায় সিএনজিচিালিত অটোরিকশার সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হলে বেলাল হায়দার মৃত্যুবরণ করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেলাল হায়দারকে মৃত ঘোষণা করেন। এছাড়াও তিনজন সিএনজি আরোহী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
অন্যদিকে একইদিন সকালে জেলা শহর মাইজদী বাজার এলাকার ট্রাকচাপায় মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রোডাক্ট লাইন নোয়াখালী রিজিয়নের আরএসএম গোলাম সারওয়ার ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম ঢাকা পোস্টকে বলেন, বেপরোয়া গতি ও অসাবধানতার কারণে দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে। এ বিষয়ে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি কঠোর আইন প্রয়োগ করা হবে। উভয় ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
একে