বেরোবি প্রতিনিধি :
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কেন্দ্রীয় ছাত্রসংসদ (ব্রাকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বেলা ১১টার দিকে প্রশাসনিক ভবনের সামনে থেকে কর্মসূচিটি শুরু হয়। পরে ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উপাচার্যের দপ্তরের সামনে অবস্থান নেন তারা। শিক্ষার্থীদের দাবি, আজকের মধ্যেই তফসিল ঘোষণা করতে হবে এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচন আয়োজন করতে হবে।
ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী বায়জীদ শিকদার বলেন, “আমাদের অবস্থান বেলা ১২টায় শুরু হয়েছে। আজই রোডম্যাপ ঘোষণা করা সম্ভব। যতক্ষণ না ঘোষণা হচ্ছে, আমরা অবস্থান চালিয়ে যাব।”
বাংলা বিভাগের শিক্ষার্থী সুমন বলেন, “গ্যাজেট প্রকাশের ২২ দিন পার হলেও এখনো রোডম্যাপ দেয়নি প্রশাসন। গ্যাজেট হাতে পেলেই রোডম্যাপ প্রকাশের কথা তারা বলেছিল। কিন্তু এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেই। তাই বাধ্য হয়েই আমরা অবস্থান করছি।”
বিক্ষোভ চলাকালে প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মো. শাহ্জামান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “আমরা ইতোমধ্যে খসড়া আচরণবিধি প্রকাশ করেছি। আজ নির্বাচন কমিশনারদের নিয়ে মিটিং চলছে। যৌক্তিক সময়ে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। আশা করছি, আজকের মধ্যেই তফসিল দিতে পারব।”
প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব নাঈমা খন্দকার স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদ নির্বাচনের আইন অনুমোদন দেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. সাহাবুদ্দিন।
এরপর ৪ নভেম্বর অধ্যাপক মো. ফেরদৌস রহমানকে প্রধান করে ৬ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়। তবে তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় কার্যক্রম স্থগিত হয়ে পড়ে। পরবর্তীতে ১১ নভেম্বর পরিসংখ্যান বিভাগের প্রফেসর ড. মো. শাহ্জামানকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
এমআই