বাগেরহাট প্রতিনিধি :
উপকূলীয় বাগেরহাটের মোরেলগঞ্জে ভেড়িবাঁধ, পর্যাপ্ত স্লইজগেট নির্মাণ, নিরাপদ পানি অধিকার বিষয়ক এক গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় বেসরকারি উন্নয়ন সংস্থা ডরপ এক্সেস প্রকল্পের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এ গণশুনানী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অতীশ সরকার। সভায় স্বাগত বক্তৃতা করেন ডরপ উপজেলাম সমন্বয়কারি শওকত চৌধুরী।
অন্যান্যের মধ্যে আলোচনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শহিদুল ইসলাম, ডরপ মনিটরিং অফিসার হুমায়ুন কবির, পাইকগাছা উপজেলা কো-অডিনেটর শরিফুল ইসলাম, বাজেট মনিটরিং ক্লাবের সভাপতি খলিলুর রহমান, জুলাইয়ে কোটা আন্দোলনে শহীদ মাহফুজুর রহমানের পিতা আব্দুল মান্নান, ইউপি সচিব প্রভাংশু কুমার, ইউপি সদস্য শাহাবুদ্দিন শিকদার, বাজেট মনিটরিং ক্লাবের সদস্য আবুল কালাম, সজিবুল ইসলাম, আবুল হোসেন হাওলাদার, মা সংসদ নেত্রী সনিয়া আক্তার, সাথি রানী, পপি আক্তার প্রমুখ।
গণশুনানী অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবতনের ফলে উপকূলীয় এ জনপদের মানুষের জীবন যাত্রার মান পরিবর্তনে গ্রামীন অবকাঠামো উন্নয়নে টেকশই ভেড়িবাঁধ নির্মাণ, লবণাক্ততা দূরি করনে পর্যাপ্ত সুইজ গেট নির্মাণ, সুপেয় পানি সুরক্ষা নিশ্চিত করনে সরকারিভাবে পৃথক বাজেট বরাদ্দের বৃদ্ধির দাবি তোলেন।
একে