নিজস্ব প্রতিবেদক:
বিদেশস্থ বাংলাদেশ মিশনের প্রেস উইংয়ের প্রথম সচিব (প্রেস) পদে প্রশাসন ক্যাডারের দু’জন কর্মকর্তার পদায়ন বিষয়ে প্রতিবাদ জানিয়েছেন বিসিএস ইনফরমেশন অ্যাসোসিয়েশন। এক বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানায়।
অ্যাসোসিয়েশন জানায়, গত ১৬ নভেম্বর ২০২৫ তারিখে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জারিকৃত এক প্রেরণে বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুর, মালয়েশিয়া এবং দূতাবাস আবুধাবি ও বাংলাদেশ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত মিশনে প্রেস উইংয়ের প্রথম সচিব (প্রেস) পদে বিসিএস (প্রশাসন) ক্যাডারের দুইজনকে নিয়োগ দেওয়া হয়েছে। বিদেশস্থ বাংলাদেশ মিশনের প্রেস উইংয়ে নিয়োজিত কর্মকর্তা হিসেবে বহু আগে থেকেই পিআরও–তথ্য কর্মকর্তা–প্রথম সচিব (প্রেস) ও কাউন্সেলর (প্রেস) পদে বিসিএস (তথ্য–সাধারণ) ক্যাডারের কর্মকর্তাগণই ঐতিহ্যগতভাবে এসব দায়িত্ব পালন করে আসছেন। ১৩ জানুয়ারি ২০২০ তারিখে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জারিকৃত দপ্তর আদেশে বর্ণিত হয়েছে যে বিদেশস্থ মিশনে, বিশেষ করে ‘গণমাধ্যম ও গণসংযোগের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।’ তারই অবিভক্ত অনুসরণে গণমাধ্যম ও গণসংযোগের কাজের জন্য বিসিএস (তথ্য–সাধারণ) ক্যাডার কর্মকর্তারাই উপযুক্ত।
সংশ্লিষ্ট কারণে বিসিএস ইনফরমেশন অ্যাসোসিয়েশন বিদেশস্থ বাংলাদেশের দুটি মিশনে বিসিএস (প্রশাসন) ক্যাডারের দু’জনকে কর্মকর্তা নিয়োগের প্রতিবাদ জানাচ্ছে।
তারা বলেন অ্যাসোসিয়েশন আশা করছে, কর্তৃপক্ষ দ্রুত এই নিয়োগটি বাতিল করবে।
এমআই