চবি প্রতিনিধি :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন সুনামগঞ্জ দিরাই শাল্লা থেকে এমপি পদপ্রার্থী এডভোকেট শিশির মনির।
শুক্রবার (২১ নভেম্বর) বেলা ১১:৩০ টায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভার আয়োজক ছিল জালালাবাদ স্টুডেন্ট এসোসিয়েশন এবং হবিগঞ্জ জেলা ছাত্রকল্যাণ এসোসিয়েশন। প্রধান অতিথিতে ক্রেস্ট দিয়ে বরণ করার মাধ্যমে মতবিনিময় সভা শুরু হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট শিশির মনির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি, জুলাই আন্দোলনের নেতা হাবিব উল্লাহ খালেদ এবং এসোসিয়েশনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট শিশির মনির বলেন, " দলমত বিবেচনার বাইরে গিয়ে সবার জন্য কাজ করতে হবে, যার যার আদর্শ ভিন্ন হতে পারে কিন্তু আমাদের উচিত সবার জন্য কাজ করা। তাহলে এ দেশকে এগিয়ে নেওয়া যাবে।"
চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি বলেন," চট্টগ্রাম এবং সিলেটের সাইকোলজিক্যাল মিল রয়েছে, সবাই বিদেশে চলে যেতে চায়, কিন্তু এ দেশকে গড়তে হলে পড়াশোনা করতে হবে, সৎ ও যোগ্য মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে।"
শিক্ষার্থীদেরকে তিনি পড়াশোনা ও ক্যারিয়ার বিষয়ে পরামর্শ দেন।
একে