তালুকদার হাম্মাদ, ইবি প্রতিনিধি:
বর্ণাঢ্য আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) দিনব্যাপী এই আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের সরব উপস্থিতি দেখা যায়।
সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আয়োজনটির শুভ সূচনা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ কেক কেটে এবং আনন্দের প্রতীক বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন।
পরে উপাচার্যের নেতৃত্বে ক্যাম্পাসে বিশাল আনন্দ র্যালি আয়োজন করা হয়। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে জিয়াউর রহমান স্থাপিত ভিত্তি প্রস্তরের সামনে এসে সমবেত হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, ট্রেজারার এবং রেজিস্ট্রার এ ভিত্তি প্রস্থরে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি প্রদান করে। পরে বিএনপি পন্থী শিক্ষকদের সংগঠন জিয়া পরিষদ, সাদা দল ও ইউট্যাবের সদস্যরা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এসময় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা, জাতীয়তাবাদী কর্মকর্তা ও কর্মচারী সমিতির সদস্যরাও শ্রদ্ধা নিবেদন করেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে একটি আলোচনা সভা ও পরে একটি ইরানি চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন করা হয়। এসময় দিবস উদ্যাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আলীনূর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ড নকীব মোহাম্মদ নসরুল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপ-উপচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড জাহাঙ্গীর আলম, রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ মুনজুরুল হক উপস্থিত ছিলেন।
এসময় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, " আমরা বিশ্ববিদ্যালয়কে যথাসম্ভব এগিয়ে নেওয়ার চেষ্টা করছি। পূর্বে এখানে ইসলামিক এডুকেশন বিভাগ থাকলেও এখন একটি নতুন অনুষদসহ থিওলজি ও ইসলামিক স্টাডিজ বিভাগ চালু হয়েছে। আরও তিনটি বিভাগের প্রস্তাব অনুমোদনের অপেক্ষায়, ফলে এক বছরের মধ্যে মোট পাঁচটি বিভাগ চালুর পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের মূল কাজ টিচিং ও রিসার্চ হলেও সরকারি গবেষণা বাজেট খুব কম, তাই অতিরিক্ত অর্থ সংগ্রহে নতুন উৎস তৈরি করা হবে। আমাদের ছাত্র সংসদ নির্বাচনের প্রস্তাব ইউজিসিতে জমা হয়েছে এবং ২–৩ মাসের মধ্যে অগ্রগতি আশা করা যাচ্ছে।
একে