এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গে ৯ জন মারা গেছে। এর মধ্যে পজিটিভ ৫ জন ও উপসর্গ নিয়ে ৪ জন মারা গেছে।
বর্তমানে হাসপাতালটিতে ২৪৭ জন ভর্তি রয়েছে। এর মধ্যে গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছে ৪২ জন রোগী। প্রতিনিয়ত হাসপাতালে রোগীর চাপের জন্য হিমসিম খাচ্ছে ডাক্তার ও নার্সরা।
গত ২৪ ঘন্টায় জেলায় ৩৪৮ টি নমুনা সংগ্রহ করে নতুন শনাক্ত হয়েছে ১৫৬ জন। শনাক্তের হার ৪৮.০৬%।
ফরিদপুরে এ পর্যন্ত ১৭,১০২ জন করোনায় আক্রান্ত হয়েছে এবং সরকারী হিসেবে মোট ৩৬২ জন মারা গেছে।
ফরিদপুরের সিভিল সার্জন ডা ছিদ্দীকুর রহমান জানান, গত২৪ ঘন্টায় ফরিদপুর পিসিআর ল্যাবে ৩৪৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং নতুন শনাক্ত হয়েছে ১৫৬ জন। সকলে সাস্থ্য বিধি ঠিক মতো পালন করলে এই আক্রান্ত ও মারা যাবার হার কমবে আশা করা যায়।
সময় জার্নাল/এমআই