এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি:
পদ্মা নদীর ফরিদপুর জেলা কবিরপুর খেয়াঘাট পয়েন্ট থেকে সোমবার রাতে এক ব্যক্তির লাশ উদ্ধার করে জেলার নৌ পুলিশ।
রাতে উদ্ধার হওয়া ওই ব্যক্তির পরিচয় মিলে মঙ্গলবার সকালে।
নৌ পুলিশ, ফরিদপুর অঞ্চলের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, উদ্ধার হওয়া ব্যক্তির নাম আবেদুর রহমান আন্নু। সে কুষ্টিয়া সদর উপজেলার মজমপুর এলাকার মৃত আতিয়ার রহমানের পুত্র।
তিনি জানান, ৯৯৯ নম্বরে খবর পেয়ে পদ্মা নদীর সদর উপজেলার কবিরপুর চর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে সাথে থাকা মোবাইল ফোনে সিমকার্ড দিয়ে পরিবারের নম্বরে ফোন দেয়া হলে মঙ্গলবার তারা এসে লাশ সনাক্ত করেন।
নিহতের পরিবারের সদস্যরা জানান, আবেদুর রহমান আন্নু কুষ্টিয়া সদর উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক। গত ১৬ নভেম্বর বেলা সাড়ে ১১টা থেকে তিনি কুষ্টিয়ার পদ্মানদীতে ডিঙ্গি নৌকা থেকে পড়ে গিয়ে নিখোঁজ ছিলেন। কুষ্টিয়া সদর থানায় সাধারণ ডায়রী করেন তার স্ত্রী।
এমআই