আহসান হাবিব, চবি প্রতিবেদক:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ইসলামি ছাত্রীসংস্থার দেশনেত্রী খালেদা জিয়া হল শাখার উদ্যোগে উন্মুক্ত কুরআন বিতরণ কর্মসূচি। জানা গেছে, দ্বিতীয় ধাপে উন্মুক্ত এই কুরআন বিতরণ কর্মসূচিতে বিভিন্ন বিভাগ ও শিক্ষাবর্ষের ৩৫০ নারী শিক্ষার্থীকে কুরআন উপহার প্রদান করা হয়।
আজ সোমবার (২৪ নভেম্বর) দুপুর ২টার দিকে পূর্বঘোষিত সূচি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের দেশনেত্রী বেগম খালেদা জিয়া হল সংলগ্ন খোলা প্রাঙ্গণে এ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে শুরু থেকেই শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো পরিবেশ হয়ে ওঠে উৎসবমুখর, বলেন সংগঠনটির নেতৃবৃন্দ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) নবনির্বাচিত নির্বাহী সদস্য ও ইসলামি ছাত্রীসংস্থার বেগম খালেদা জিয়া হল শাখার সভানেত্রী জান্নাতুল ফেরদাউস সানজিদা। তিনি জানান, শিক্ষার্থীদের মাঝে আলোকিত মনন ও নৈতিক চেতনা জাগ্রত করতে কুরআন বিতরণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে আজকের এই আয়োজন শাখার দ্বিতীয় ধাপ। এর আগে গত ২৮ আগস্ট বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল সায়েন্স অডিটোরিয়ামে প্রথম পর্যায়ে প্রায় ৬০০ শিক্ষার্থীর হাতে কুরআন তুলে দেওয়া হয়।
তিনি আরো যোগ করেন, শিক্ষার্থীদের আগ্রহ ও অংশগ্রহণ দেখে ভবিষ্যতে আরও বৃহৎ আকারে কুরআন বিতরণ কর্মসূচি আয়োজনের পরিকল্পনা রয়েছে। তারা আশা করেন, এ উদ্যোগ শিক্ষাঙ্গণে নৈতিকতা, মূল্যবোধ ও মানবিক চেতনা বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।
এমআই