তালুকদার হাম্মাদ, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামাজিক সংগঠন স্বপ্নবিতানের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন—২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে আল ফিকহ অ্যান্ড ল বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সায়েম আহমেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তুষার আহমেদ ইমরান নির্বাচিত হয়েছেন।
বুধবার ( ২৬ নভেম্বর ) বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র নজরুল একাডেমিক ভবনের ১০৪ নং রুমে সদস্যদের প্রত্যক্ষ ভোটে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন কমিনিউকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজমের অধ্যাপক ড. রশিদুজ্জামান, নির্বাচন কমিশনার ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম, থিয়েটারের সভাপতি সাইফুন্নাহার লাকী ও আল ফিকহ অ্যান্ড ল বিভাগের হাসিব আল সাদিক।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক তুষার আহমেদ ইমরান বলেন, " আমি জানিনা আসলে সাধারণ সম্পাদক হিসেবে আমি কতটা যোগ্য। কিন্তু আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করে যাব এবং আমার আয়ত্তের বাইরে গিয়েও আমি যদি পারি, আমার সবকিছু দিয়ে আমি চেষ্টা করব যাতে সংগঠন তার লক্ষ্যে পৌছায়।
নবনির্বাচিত সভাপতি সায়েম আহমেদ বলেন, " এটা আমাদের জন্য অনেক বড় একটা প্রাপ্তি । স্বপ্নবিতান মতো একটা সংগঠনের গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন শেষে নির্বাচিত হওয়াটা জীবনের একটা গুরুত্বপূর্ণ অর্জন। ইচ্ছা থাকবে স্বপ্নবিতান যেই স্বপ্ন নিয়ে প্রতিষ্ঠিত, যে লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত, সেই লক্ষ্যগুলো অর্জন করার জন্য সর্বাত্মক চেষ্টা করব। স্বপ্নবিতান একটা সংগঠন না, বরং স্বপ্নবিতান একটা আদর্শ, একটা আইডিওলজির নাম। আমার মৌলিক উদ্দেশ্য হবে এরকম যে আমাদের স্বপ্নবিতানের সাথে সম্পৃক্ত প্রত্যেকটা শিক্ষার্থী, প্রত্যেকটা সদস্য যেন স্বপ্নবিতানকে একটা আদর্শিক মানদণ্ড হিসেবে বিবেচনা করেই সংগঠনের সাথে অন্তর্ভুক্ত থাকে। আর আশা করি স্বপ্নবিতান ইসলামিক বিশ্ববিদ্যালয়ের জন্য অনেক ভালো কিছু উপহার দেবে।"
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. রশিদুজ্জামান বলেন, সকলের অংশগ্রহণে একটি সুষ্ঠু ভোটপ্রকিয়া সম্পন্ন হয়েছে। আমাদেরকে ভালো কাজের মধ্যে দিয়ে হৃদয়ের শুভ্র আলো কে দেশ, সমাজ, রাষ্ট্রে ছড়িয়ে দেওয়ার কাজ করতে হবে। নতুনদের কে নিয়ে স্বপ্ন বিতানের এই স্বপ্ন যাত্রা ত্বরান্বিত হবে বলে আশা করছি।
এমআই