নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার ভালুকা চৌরঙ্গী ফাজিল মাদ্রাসার গভার্নিং বডির নতুন সভাপতি পান্টি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ সামিউর রহমান সুমন মিঞাকে মাদ্রাসার পক্ষ থেকে আনন্দ উদ্দীপনার মধ্যদিয়ে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
ইসলামী আরবী বিশ্ববিদ্যালয় কর্তৃক ০৩ ফেব্রুয়ারি মো. সামিউর রহমান সমুন মিয়াকে সভাপতি করে পরিপত্র জারি করে।
সোমবার (৮ মার্চ ২০২১) সকাল ১১টায় মাদ্রাসার হল রুমে সংবর্ধণা অনুষ্ঠোনে সভাপতিত্ব করেন সাবেক সভাপতি হাজী লোকমান আলী। প্রতিষ্ঠানের অধ্যক্ষ এস এম সামাদ এর পরিচানায় বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা আওয়ামীলীগের সম্পাদক মণ্ডলীর সদস্য মোঃ মোমিনুল ইসলাম, পান্টি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এ এইচ এম আব্দুল্লাহ টিপু মিয়া, সহ-সভাপতি মোঃ আহম্মদ আলী, মোঃ মোতাহার হোসেন খান, শিক্ষক নেতা মোঃ আদালত হোসেন, পান্টি ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মতিয়ার রহমান। এছাড়াও উক্ত মাদ্রাসার শিক্ষক মণ্ডলী, কর্মচারীবৃন্দ ও ছাত্রছাত্রীসহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সুধীমহল উপস্থিত ছিলেন। নব নির্বাচিত সভাপতি মো. সামিউর রহমান সুমন মিয়াকে এসময় সংবর্ধনার মাধ্যমে বরণ নেওয়া হয়।
সময় জার্নাল/