রাফি উজ্জামান, রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস অনুষদের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথমবারের মতো ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেসে বৈজ্ঞানিক সম্মেলন। ২৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের জামাল নজরুল ইসলাম কনফারেন্স রুমে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার ( ২৭ নভেম্বর) কৃষি অনুষদ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আয়োজক কমিটির সদস্য সচিব এইচ এম কামরুজ্জামান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি জানান, প্রাণিসম্পদ খাতে উদ্ভাবন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, রোগ নির্ণয়ের অগ্রগতি, জেনেটিক উন্নয়ন, বায়োসিকিউরিটি, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স, ওয়ান হেলথ এবং জুনোটিক রোগ প্রতিরোধ—এ ধরনের গুরুত্বপূর্ণ ইস্যুকে সামনে রেখেই অনুষ্ঠিত হবে এ বৈজ্ঞানিক আয়োজন। দেশের গবেষক, শিক্ষক, শিক্ষার্থী ও
পেশাজীবীদের সমন্বয়ে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা হবে সম্মেলনে।
এবারের সম্মেলনে মোট ১৪৬টি গবেষণা প্রবন্ধ জমা পড়েছে। এর মধ্যে ৪২টি ওরাল প্রেজেন্টেশন এবং ১০২টি পোস্টার প্রেজেন্টেশনের জন্য মনোনীত হয়েছে। এছাড়া অনুষদের সর্বোচ্চ সিজিপিএধারী দুটি ব্যাচের শিক্ষার্থীকে প্রদান করা হবে ডীন’স অ্যাওয়ার্ড।
এসময় তিনি আরও জানান, সম্মেলনে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. সালেহ হাসান নকিব,বিশেষ অতিথি হিসেবে থাকবেন উপ- উপাচার্যদ্বয়, এসময় মূল প্রবন্ধ উপস্থাপন করবেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আলিমুল ইসলাম,প্লেনারি বক্তা হিসেবে থাকবেন চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকবৃন্দ।
এমআই