বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫

সাতক্ষীরায় বিষ প্রয়োগে মৌচাষীর ২০০ বক্স মৌমাছি হত্যা!

বৃহস্পতিবার, নভেম্বর ২৭, ২০২৫
সাতক্ষীরায় বিষ প্রয়োগে মৌচাষীর ২০০ বক্স মৌমাছি হত্যা!

মুহা: জিললুর রহমান, সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার কলারোয়ার সোনাবাড়িয়া ইউনিয়নে বিষ প্রয়োগ করে প্রায় ২০০ বক্স মৌমাছি হত্যার ঘটনা ঘটেছে। বুধবার (২৬ নভেম্বর) গভীর রাতে কে বা কারা পরিকল্পিতভাবে বিষ প্রয়োগ করে এই মৌমাছি হত্যা করে। এতে হতাশায় ভেঙে পড়েছেন ক্ষতিগ্রস্ত মৌচাষি ওসমান আলী।

খোঁজ নিয়ে জানা গেছে, কলারোয়ার সোনাবাড়িয়া ইউনিয়নে দফার আম বাগানে এবছর ২১০টি মৌমাছির বক্স স্থাপন করেন উদ্যোক্তা মৌচাষি ওসমান আলী। কিন্তু শত্রুতাবশতঃ কে বা কারা বুধবার গভীর রাতে তার ওই মৌমাছির বক্সে বিষ প্রয়োগ করে। এতে ১৮০টিরও বেশি বাক্সের মৌমাছি মারা যায়। এতে কয়েক লাখ টাকার আর্থিক ক্ষতির পাশাপাশি ভবিষ্যতের মধু উৎপাদনও মারাত্মকভাবে ব্যাহত হবে বলে জানান ক্ষতিগ্রস্ত মৌচাষি ওসমান আলী।

মৌচাষি ওসমান আলী বলেন, মৌমাছির এই বক্সগুলোতেই আমার জীবিকার পথ ছিলো। হঠাৎ এভাবে বিষ দিয়ে সব নষ্ট করে দিলো। এখন আমার পথে বসার উপক্রম হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। 

এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সোনাবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা শহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, এই ঘটনার মৌ চাষি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা তাঁর পাশে আছি, সকল মৌ চাষিদের নিয়ে আলোচনা করব যাতে করে এমন ধরনের ঘটনা আর না ঘটে।

কলারোয়া উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা মাহফুজুর কবির ঘটনা স্থলে গিয়ে বলেন, মৌমাছি পরিবেশ ও কৃষিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এমন ন্যক্কারজনক ঘটনা শুধু একজন উদ্যোক্তার ক্ষতি নয়, বরং পরিবেশের জন্যও হুমকি। আমরা কৃষি বিভাগ তার পাশে আছি।

মৌ চাষিরা এমন ক্ষতি মেনে নিতে পারছেন না এলাকাবাসী। প্রকৃত অপরাধীকে সঠিক বিচারের আওতায় না আনতে পারলে নতুন উদ্যোক্তা তৈরিতে বড় ধরনের হুমকি হতে পারে বলে মনে করেন তাঁরা।

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল