শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

‘আস্ট্রাজেনেকা-ফাইজারের টিকার অ্যান্টিবডি কমতে শুরু করে ২-৩ মাস পর’

মঙ্গলবার, জুলাই ২৭, ২০২১
‘আস্ট্রাজেনেকা-ফাইজারের টিকার অ্যান্টিবডি কমতে শুরু করে ২-৩ মাস পর’

আন্তর্জাতিক ডেস্ক : ফাইজার এবং অ্যাস্ট্রাজেনেকার টিকার কার্যকারিতা নিয়ে এক গবেষণায় নতুন তথ্য উঠে এসেছে। দ্য ল্যানসেট জার্নালে প্রকাশিত এক গবেষণায় দেখা যায়, ফাইজার এবং অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রয়োগের ছয় সপ্তাহ পর অ্যান্টিবডির স্তর ৪ দশমিক ০৪ শতাংশ এবং ০ দশমিক ৪১ শতাংশ কমেছে। ১০ সপ্তাহ পর দেখা যায়, অ্যান্টিবডির স্তর কমেছে ৫০ শতাংশ।

যুক্তরাজ্যের ইউসিএল ইনস্টিটিউট অব হেলথ ইনফরম্যাটিপের মধুমিতা শ্রোত্রি বলেছেন, অ্যাস্ট্রাজেনেকা বা ফাইজার টিকার দুটি ডোজ নেওয়ার পর শরীরে অ্যান্টিবডির মাত্রা প্রাথমিকভাবে খুব বেশি থাকে, যা গুরুতর করোনার বিরুদ্ধে সুরক্ষাবলয় তৈরি করে রাখে। তবে চিন্তার কারণ হলো, এই অ্যান্টিবডির মাত্রা দু-তিন মাস পর কমতে শুরু করে।

গবেষকরা ১৮ বছর বা তার চেয়ে বেশি বয়সের ৬০০ জনের ওপর সমীক্ষা চালিয়ে এ তথ্য সামনে এনেছেন। তাদের মধ্যে বিভিন্ন বয়স, লিঙ্গ এবং দীর্ঘস্থায়ী বিভিন্ন রোগে আক্রান্ত মানুষ আছে।

ইউনিভার্সিটি কলেজ লন্ডনের (ইউসিএল) গবেষকরা বলেছেন, অ্যান্টিবডির স্তরগুলো যদি এই হারে কমতে থাকে তবে টিকাগুলোর প্রতিরক্ষামূলক প্রভাবগুলোও ক্ষয় হতে শুরু করবে, বিশেষত করোনার নতুন ধরনগুলোর বিরুদ্ধে। তবে কত তাড়াতাড়ি অ্যান্টিবডি স্তর কমতে পারে তা আগাম বলা সম্ভব নয় বলেও জানিয়েছেন তারা।

গবেষণায় আরও দেখা যায়, ভারতে কোভিশিল্ড নামে পরিচিত অ্যাস্ট্রাজেনেকা টিকার দুটি শটের চেয়ে ফাইজার টিকার দুটি ডোজের পর অ্যান্টিবডি স্তরগুলো বেশি পরিমাণে তৈরি হয়েছে। সার্স-কোভ-২তে আক্রান্তদের তুলনায় টিকা নেওয়া ব্যক্তিদের শরীরে অ্যান্টিবডির স্তর অনেক বেশি।

ফাইজারের অ্যান্টিবডির স্তরগুলো টিকা প্রয়োগের ২১-৪১ দিনের মধ্যে প্রতি মিলিলিটারে ৭৫০৬ ইউনিট করে কমতে থাকে, ৭০ দিনে কমে ৩,৩২০ ইউনিট। অ্যাস্ট্রাজেনেকার অ্যান্টিবডির স্তরগুলো প্রথম ২০ দিনে প্রতি মিলিলিটারে ১২০১ ইউনিট কমে, ৭০ বা তার বেশি দিনে সেটি হয় প্রতি মিলিলিটারে ১৯০ ইউনিট। অর্থাৎ প্রায় ৫ গুণ কমে যায়।

ইউসিএল ইনস্টিটিউট অব হেলথ ইনফরম্যাটিপের অধ্যাপক রব অলড্রিজ বলেন, যখন আমরা বুস্টার ডোজগুলোর জন্য কাকে অগ্রাধিকার দেওয়া উচিত সে সম্পর্কে গবেষণা চালাচ্ছি, তখন দেখা যাচ্ছে যারা আগে অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েছেন তাদের দেহে অ্যান্টিবডির স্তর সবচেয়ে কম। এই অনুসন্ধান দেখে গবেষকরা পরামর্শ দিচ্ছেন, যাদের বয়স ৭০ বছরের বেশি বা যারা শারীরিকভাবে দুর্বল, তাদের বুস্টার ডোজ নেওয়া উচিত।

গবেষকরা বলেছেন, বিভিন্ন মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা ভিন্ন হয়ে থাকে। তাই টিকা নেওয়ার পর প্রতিরোধ ক্ষমতা কীভাবে গড়ে উঠবে সেটাও নির্ভর করে শরীরের প্রতিরোধ ক্ষমতার ওপর। এমনকি অ্যান্টিবডি স্তর কম থাকলেও শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক দিন ধরে দেহকে দীর্ঘমেয়াদি সুরক্ষা দিতে পারে।

সময় জার্নাল/এসএ


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল