সময় জার্নাল ডেস্ক:
সামাজিক যোগাযোগমাধ্যমের ফিড স্ক্রল করতে করতে আপনি কি কারণে-অকারণে রেগে যাচ্ছেন? যদি তাই হয়, তবে আপনি সম্ভবত 'রেজ বেইট'-এর (Rage bait) শিকার। অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস (ওইউপি) ২০২৫ সালের জন্য এই শব্দটিকে 'ওয়ার্ড অব দ্য ইয়ার' বা বর্ষসেরা শব্দ হিসেবে বেছে নিয়েছে।
অভিধান প্রকাশনা সংস্থাটির মতে, গত ১২ মাসে এই শব্দটির ব্যবহার তিনগুণ বেড়েছে। অনলাইনে মানুষের মনোযোগ আকর্ষণ ও 'এনগেজমেন্ট' বাড়াতে যেসব কৌশল ব্যবহার করা হয়, সেগুলোকে সংজ্ঞায়িত করতেই এই শব্দটি ব্যবহৃত হচ্ছে। বর্ষসেরা হওয়ার দৌড়ে 'অরা ফার্মিং' এবং 'বায়োহ্যাক'-এর মতো বহুল ব্যবহৃত শব্দগুলোকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করেছে 'রেজ বেইট'।
'রেজ বেইট' আসলে কী?
আপনি যদি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী হন, তবে শব্দটির সঙ্গে পরিচিত না হলেও এর শিকার হওয়ার সম্ভাবনা প্রবল। অক্সফোর্ডের সংজ্ঞা অনুযায়ী, রেজ বেইট হলো এমন অনলাইন কনটেন্ট যা ইচ্ছাকৃতভাবে মানুষকে হতাশ, উত্তেজিত বা ক্ষুব্ধ করার জন্য তৈরি করা হয়।
এর মূল উদ্দেশ্য হলো নেতিবাচক আবেগকে পুঁজি করে ওয়েবসাইটের ট্রাফিক বাড়ানো বা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের পরিচিতি বৃদ্ধি করা। এটি ইন্টারনেটে বহুল পরিচিত 'ক্লীকবেট'-এর মতোই একটি বিষয়, যেখানে চটকদার শিরোনাম দিয়ে পাঠককে আকৃষ্ট করা হয়। তবে রেজ বেইটের বিশেষত্ব হলো, এটি মানুষকে রাগান্বিত করার ওপরই বেশি জোর দেয়।
তালিকায় থাকা অন্য শব্দের অর্থ
জনগণের ভোট এবং অক্সফোর্ডের ভাষা বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে বর্ষসেরা শব্দ নির্বাচন করা হয়। রেজ বেইটের সঙ্গে সংক্ষিপ্ত তালিকায় আরও দুটি শব্দ ছিল:
'অরা ফার্মিং' (Aura farming): নিজের ভাবমূর্তি বা 'ইমেজ' এমনভাবে উপস্থাপন করা, যাতে অন্যদের কাছে নিজেকে অত্যন্ত আত্মবিশ্বাসী, আকর্ষণীয় বা রহস্যময় মনে হয়।
'বায়োহ্যাক' (Biohack): খাদ্যাভ্যাস, ব্যায়াম বা জীবনযাত্রায় পরিবর্তন এনে কিংবা ওষুধ ও প্রযুক্তির সহায়তায় নিজের শারীরিক বা মানসিক কর্মক্ষমতা এবং আয়ু বাড়ানোর প্রচেষ্টা করা।
কেন এই শব্দ?
অক্সফোর্ড ল্যাঙ্গুয়েজের প্রেসিডেন্ট ক্যাসপার গ্রাথওহল বলেন, 'রেজ বেইট শব্দটির অস্তিত্ব এবং এর ব্যবহারের নাটকীয় বৃদ্ধি প্রমাণ করে যে, আমরা অনলাইনের কারসাজি বা ম্যানিপুলেশন সম্পর্কে ক্রমশ সচেতন হচ্ছি।'
তিনি আরও বলেন, 'আগে ইন্টারনেটের লক্ষ্য ছিল কৌতূহল জাগিয়ে ক্লিক আদায় করা। কিন্তু এখন তা আবেগকে হাইজ্যাক করা এবং প্রভাবিত করার দিকে মোড় নিয়েছে। এটি প্রযুক্তি-নির্ভর বিশ্বে মানুষ হিসেবে আমাদের অবস্থান এবং অনলাইন সংস্কৃতির চরম পর্যায় নিয়ে চলমান আলোচনারই অংশ।'
২০২৪ সালের বর্ষসেরা শব্দ ছিল 'ব্রেইন রট', যা সামাজিক যোগাযোগমাধ্যমে অবিরাম স্ক্রল করার ফলে সৃষ্ট মানসিক ক্লান্তিকে নির্দেশ করে। ক্যাসপার গ্রাথওহল মনে করেন, ২০২৪ ও ২০২৫ সালের বিজয়ী শব্দ দুটির মধ্যে যোগসূত্র রয়েছে। তিনি বলেন, 'এই দুটি মিলে এমন এক শক্তিশালী চক্র তৈরি করে যেখানে ক্ষোভ এনগেজমেন্ট বাড়ায়, অ্যালগরিদম তা ছড়িয়ে দেয় এবং শেষ পর্যন্ত মানুষ মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ে।'
অক্সফোর্ডের পূর্ববর্তী বর্ষসেরা শব্দগুলোর মধ্যে ছিল সেলফি (selfie), গবলিন মোড (goblin mode) এবং রিজ (rizz)।
অন্যান্য অভিধানের বর্ষসেরা শব্দ
এদিকে, কেমব্রিজ ডিকশনারি ২০২৫ সালের জন্য 'প্যারাসোশাল' (Parasocial) শব্দটিকে বেছে নিয়েছে। এটি এমন এক সম্পর্ককে বোঝায় যেখানে ভক্তরা কোনো বিখ্যাত ব্যক্তির সঙ্গে একতরফা আত্মিক টান অনুভব করেন, অথচ ওই বিখ্যাত ব্যক্তি তাদের চেনেনই না। উদাহরণ হিসেবে পপ তারকা টেলর সুইফট এবং আমেরিকান ফুটবলার ট্র্যাভিস কেলসের বাগদানের সময় ভক্তদের আগ্রহের কথা উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, কলিন্স ডিকশনারি বেছে নিয়েছে 'ভাইব কোডিং' (Vibe coding)। এর অর্থ হলো নিজে প্রোগ্রামিং কোড না লিখে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-কে বর্ণনা দিয়ে অ্যাপ বা ওয়েবসাইট তৈরি করা
এমআই