নিজস্ব প্রতিবেদক:
ঢাকার অন্যতম মর্যাদাপূর্ণ সামাজিক প্রতিষ্ঠান বনানী ক্লাবের সভাপতি হিসেবে ষষ্ঠবারের মতো নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মি. রুবেল আজিজ। তাঁর দক্ষ নেতৃত্ব ও দৃষ্টিভঙ্গির ফলে ক্লাবটি আরও প্রাণবন্ত এবং সম্মানজনক অবস্থানে পৌঁছেছে বলে সদস্যরা মনে করছেন।
মি. রুবেল আজিজ বর্তমানে পারটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি পূর্বে গুলশান ক্লাব লিমিটেডের ফাউন্ডার অ্যাডভাইজর ও সাবেক সভাপতি, দ্য সিটি ব্যাংক লিমিটেডের সাবেক চেয়ারম্যান, এবং আইডিএলসি ফাইন্যান্স-এর সাবেক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তাঁর পুনঃনির্বাচন উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে ক্লাব সদস্য ও অতিথিরা তাঁর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনেকের মতে, তাঁর নেতৃত্বেই বনানী ক্লাব আজ ঢাকার অন্যতম সক্রিয় ও সম্মানিত ক্লাব হিসেবে প্রতিষ্ঠিত।
তাকে অভিনন্দন জানিয়েছেন প্রাইম ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও এলিট কার্ড ডিভিশনের প্রধান মো. কামরুল হুদা চৌধুরী (জামান)। তিনি জানান, মি. রুবেল আজিজের দূরদর্শী নেতৃত্ব ও ব্যক্তিগত সম্পর্ক বজায় রাখার অসাধারণ ক্ষমতা সমাজ ও করপোরেট অঙ্গনে ব্যাপকভাবে প্রশংসিত।
এক দীর্ঘদিনের সহযোগী বলেন, “স্যার, আপনার আন্তরিক সহায়তা এবং আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ।”
ষষ্ঠবারের মতো সভাপতি নির্বাচিত হওয়ায় বিভিন্ন মহল থেকে মি. রুবেল আজিজের প্রতি অভিনন্দন ও শুভেচ্ছা অব্যাহত রয়েছে।
এমআই