রামিন কাউছার, জাবি প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মহান বিজয় দিবস উপলক্ষে ‘চ্যান্সেলর কাপ আন্তঃহল ফুটবল’ এবং ছাত্রীদের ‘উপাচার্য কাপ হ্যান্ডবল’ প্রতিযোগিতা শুরু হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।
ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে মীর মশাররফ হোসেন হলকে ১–০ গোলে পরাজিত করেছে ১০ নং (ছাত্র) হল। ম্যাচে বিজয়ী দলের একমাত্র জয়সূচক গোলটি করেন খেলোয়াড় রাকিব।
এর আগে সকাল সাড়ে ৮টায় বেলুন উড়িয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য। উদ্বোধন শেষে তিনি মাঠে নেমে উভয় দলের খেলোয়াড়দের সঙ্গে কুশল বিনিময় করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, প্রতিযোগিতা পরিচালনা কমিটির সভাপতি ও প্রভোস্ট কমিটির সভাপতি অধ্যাপক ড. আবেদা সুলতানা এবং শারীরিক শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত পরিচালক বেগম নাছরীন। এছাড়া বিভিন্ন হলের প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।
আয়োজক কমিটি জানায়, ফুটবল টুর্নামেন্ট চলমান থাকা অবস্থাতেই আগামী ৭ ডিসেম্বর থেকে ছাত্রীদের ‘উপাচার্য কাপ হ্যান্ডবল’ প্রতিযোগিতা শুরু হবে।
এমআই