মুহা: জিললুর রহমান, সাতক্ষীরা: সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ও উপসর্গে নিয়ে তিন নারীসহ অরো ৫ জনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এদের মধ্যে একজন করোনা আক্রান্ত হয়ে মারা গেছে। এনিয়ে জেলায় ২৬ জুলাই সোমবার পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৪ জন। আর উপসর্গ নিয়ে মারা গেছেন ৫২৭ জন।
করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিরা হলেন, সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলার নলতা গ্রামের মৃত নুর আলীর ছেলে সামছুর রহমান (৮৫), তালা উপজেলার মাগুরা গ্রামের সুপদ মন্ডলের স্ত্রী সেফালী মন্ডল (৮৫), একই উপজেলার গোয়ালপোতা গ্রামের মৃত চন্পী চরনের স্ত্রী উমাতারা (৭০), একই উপজেলার ইসলামকাটি গ্রামের মুনসুর সরদারের মেয়ে সুমনা (১৫) এবং দেবহাটা উপজেলার বড়খান্ডা গ্রামের লক্ষীকান্ত সরকারের স্ত্রী গঙ্গা সরকার (৫৩)।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে ও আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিরা গত ১৮ জুলাই থেকে ২৭ জুলাইয়ের মধ্যে বিভিন্ন সময়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৭ জুলাই ভোর রাত ১ টা ৫৫ মিনিট থেকে রাত ৯ টা ৫৫ মিনিটের মধ্যে বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়।
এদিকে কমেছে করোনা সংক্রমনের হার। গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় ২২৫ টি নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ২৮ দশমিক ৮৯ শতাংশ।
বে সরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৩৫ জন। সরকারি হাসপাতালে ভর্তি আছেন ১৯৭জন। সরকারি ও বেসরকারি মিলে জেলায় মোট ভর্তি রোগীর সংখ্যা ২৩২ জন।
গত ২৪ ঘন্টায় জেলায় সুস্থ হয়েছেন ৬৪ জন। জেলায় ২৭জুলাই পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ৮৪ জন এবং উপসর্গে মারা গেছেন আরো ৫২৭জন।
সময় জার্নাল/এমআই