নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের জননীতিতে জলবায়ু কর্মকাণ্ড, নারী উদ্যোক্তা এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে দিনব্যাপী সেমিনারের আয়োজন করেছে উইমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ওয়েব)।
আজ শনিবার (০৬ ডিসেম্বর) সকাল ১০টায় গুলশানের লেকশোর হোটেলে 'ভয়েসেস ফর চেঞ্জ: পুটিং ক্লাইমেট অ্যাকশন, ওমেন এন্ট্রেপ্রেনিউরস, এন্ড এসএমই ইন বাংলাদেশ’স পাবলিক পলিসি'-শীর্ষক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উদ্ভোদনী বক্তব্য প্রদান করেন ওয়েব সভাপতি নাসরীন ফাতেমা আউয়াল, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফারিদা আখতার, মাননীয় উপদেষ্টা, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাইবা জারিনা, ডেপুটি হেড, ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেট বাংলাদেশ, মোঃ মুশফিকুর রহমান, চেয়ারপারসন, এসএমই ফাউন্ডেশন, মীর নাসির হোসাইন, সাবেক সভাপতি এফবিসিসিআই এবং মো. রফিকুল ইসলাম, এক্সিকিউটিভ ডিরেক্টর, বাংলাদেশ ব্যাংক।
প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফারিদা আখতার বলেন, জলবায়ু পরিবর্তনের প্রেক্ষিতে নারী উদ্যোক্তাদের জন্য অতিরিক্ত তহবিল গঠন করতে হবে। তিনি বলেন, ভূমিকম্প একবার হলে আবার ৫০ বছরে হবেনা কিন্তু জলবায়ু পরিবর্তন বড় সমস্যা।
নারী উদ্যোক্তাদের জন্য পর্যাপ্ত সুযোগ নেই উল্লেখ করে তিনি নীতিনির্ধারকদের পর্যাপ্ত সুযোগ তৈরির আহবান জানান।
উদ্বোধনী বক্তব্যে ওয়েব সভাপতি নাসরীন ফাতেমা আউয়াল বলেন, আজকের আলোচনা অত্যন্ত সময়োপযোগী। জলবায়ু পরিবর্তনের অভিঘাত আমাদের অর্থনীতি, জীবিকা ও ক্ষুদ্র-মাঝারি উদ্যোক্তাদের উপর গভীর প্রভাব ফেলছে। বিশেষ করে নারী উদ্যোক্তারা যারা স্থানীয় অর্থনীতিতে কর্মসংস্থান, উদ্ভাবন এবং সামাজিক পরিবর্তনের নেতৃত্ব দিচ্ছেন- তারা ঝুঁকির পাশাপাশি সম্ভাবনার কেন্দ্রবিন্দুতে অবস্থান করছেন।
তিনি বলেন, আজকের এই সেমিনারের উদ্দেশ্য হলো- জলবায়ু কর্মসূচি ও নারী উদ্যোক্তা উন্নয়নকে জাতীয় নীতিতে আরও শক্তভাবে প্রতিফলিত করা।
দিনব্যাপী আয়োজনের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মাননীয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।
দিনব্যাপী এই উচ্চপর্যায়ের সেমিনারে নীতি নির্ধারক, বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধি, ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তা, জলবায়ু বিশেষজ্ঞ এবং নারী উদ্যোক্তারা অংশগ্রহণ করবেন। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ, এসএমই খাতের শক্তি বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন নিয়ে কার্যকর দিকনির্দেশনা তুলে ধরা হবে।
দুইটি টেকনিক্যাল সেশনে উপস্থিত থাকবেন এনবিআর চেয়ারম্যান জনাব মো. আবদুর রহমান খান, মিসেস সারা হোসেন, সিনিয়র এডভোকেট, সুপ্রিম কোর্ট, জনাব আবদুল হাই সরকার, চেয়ারম্যান, ঢাকা ব্যাংক, জনাব মাহিউল কাদির, কান্ট্রি ডিরেক্টর ফর বেটার উইথ ওয়াটার ইন বাংলাদেশ, জনাব শেখ মুহাম্মদ মেহেদি আহসান, জেনারেল সেক্রেটারি, বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্লানার্স, মিসেস ফারাহ কবির, কান্ট্রি ডিরেক্টর অ্যাকশন এইড, বাংলাদেশ, হুরায়রা জাবীন, কনসালটেন্ট, ওয়ার্ল্ড ব্যাংক এবং মিস. হাসনা জসিমউদদীন মউদুদ, আইইউসিএন কাউন্সিলর, সাউথ এন্ড ইস্ট এশিয়া।
বিকেল চারটায় সমাপনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে আয়োজন শেষ হবে।
এমআই