নোমান ইমতিয়াজ, রাবি প্রতিনিধি : কোভিড-১৯ পরবর্তী জটিলতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের(রাবি) প্রাণিবিদ্যা বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক আব্দুস সালাম মৃত্যুবরণ করেছেন। গত মঙ্গলবার রাত সাড়ে দশটায় সিরাজগঞ্জের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
আজ বাদ যোহর রাজশাহী নগরীর দড়িখড়বোনা জামে মসজিদে জানাজা শেষে দড়িখড়বোনা গোরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী এবং দুই পুত্র রেখে গেছেন। তাঁর স্ত্রী অধ্যাপক ড. ইসমত আরা আলী একই বিভাগের শিক্ষক ছিলেন।
প্রফেসর আব্দুস সালাম ১৯৪৯ সালে ভারতের মুর্শিদাবাদে জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে প্রাণিবিদ্যা বিষয়ে বিএসসি ও এমএসসি ডিগ্রি এবং ১৯৮৪ সালে রাশিয়ার মস্কো থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৭৬ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রভাষক পদে যোগ দেন। দীর্ঘ অধ্যাপনা জীবনে তিনি বিভাগীয় সভাপতি এবং জীব ও ভূবিজ্ঞান অনুষদের ডীন হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৪ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অবসর গ্রহণ করেন।
তার মৃত্যুতে রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক সুলতান-উল-ইসলাম ও উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী এম. জাকারিয়া গভীর শোক প্রকাশ করেছেন।
সময় জার্নাল/এমআই