কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১ লাখ ২০ হাজার পিস (মাদক) ইয়াবা উদ্ধার করা হয়েছে।
সোমবার (৮ মার্চ) রাত সোয়া ৯ টায় পিএমখালী ইউনিয়নে নয়াপাড়া এলাকায় জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোহাম্মদ আলীর নেতৃত্বে আবদুল গাফফারে ভাড়াটিয়া বশির আহমদের বাসায় এই অভিযান পরিচালনা করা হয়। এই সময় পাচারকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মোহাম্মদ আলী জানান, গোয়েন্দা পুলিশে একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার পিএমখালী এলাকার আব্দুল গফ্ফারের ভাড়া বাসায় অভিযান করে ভাড়াটিয়া মাদক ব্যবসায়ী বশির আহমদের (৩৮) রুম থেকে ১ লাখ ২০ হাজার পিচ ইয়াবা (মাদক) উদ্ধার করে স্থানীয় জনগন ও সংবাদকর্মীদের উপস্থিতিতে গণনা করে জব্দ করা হয়। এই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। এই ব্যাপারে মাদক ব্যবসায়ীকে পলাতক আসামী করে মামলা করার প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানিয়েছেন।
সময় জার্নাল/আরইউ