তালুকদার হাম্মাদ, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফলিত রসায়ন ও কেমিকৌশল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে পোস্টার প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের দ্বিতীয় তলায় এটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ৩৯টি গ্রুপ অংশগ্রহণ করে। এতে ফলিত রসায়ন বিভাগ বাদেও বিজ্ঞান অনুষদের অন্য বিভাগের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন। এতে সেরা ১০ জনকে পুরস্কৃত হয়।
শিক্ষার্থীরা বলেন, ফোর্থ ইয়ারে উঠে আমাদের অনেক প্রজেক্টের কাজ করতে হয়। তাছাড়া বিভিন্ন ভার্সিটির সাথে গিয়েও আমাদেরকে ওরাল প্রেজেন্টেশন দিতে হয়। কিন্তু আমরা এই জিনিসগুলোতে অভ্যস্ত না। এজন্য আজকের এই উদ্যোগ আমাদেরকে নিজের সাহসিকতাটা বজায় রেখে সবার সামনে দাঁড়িয়ে সাবলীলভাবে কথা বলা শিখিয়েছে। ভার্সিটি বা অন্য জায়গায় গিয়ে আমরা রিসার্চ পেপার বা রিসার্চের থিম নিয়ে যেন ফ্লুয়েন্টলি কথা বলতে পারি, সেটা শিখিয়েছে। সেজন্য আমরা আয়োজকদের ধন্যবাদ জানাই।
অ্যালামনাই অ্যাসোসিয়েশনটির সভাপতি ও বিভাগের অধ্যাপক ড. হাফিজুর রহমান বলেন, " আমাদের শিক্ষার্থীরা গবেষক, শিক্ষাবিদ এবং শিল্পক্ষেত্রের পেশাজীবীদের একই মঞ্চে একত্রিত করে যে আন্তর্জাতিক মানের আয়োজন করেছে, তা উচ্চশিক্ষার মূল চেতনা-জ্ঞান ভাগাভাগি ও বুদ্ধি বিনিময়ের অনন্য প্রতিফলন। এ ধরনের আয়োজন তরুণ গবেষকদের দূরদৃষ্টি, নিষ্ঠা এবং নেতৃত্বগুণের পরিচায়ক; পাশাপাশি জাতীয় ও বৈশ্বিক বৈজ্ঞানিক অগ্রগতিতে অর্থবহ অবদান রাখার প্রতি তাদের প্রতিশ্রুতিও তুলে ধরে। এটি শিক্ষার্থীদের চিন্তাশীল অনুসন্ধান, সমালোচনামূলক বিশ্লেষণ এবং সৃজনশীল অন্বেষণে অনুপ্রাণিত করবে বলে আশা করছি।
এমআই