রামিন কাউছার,জাবি প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) এর উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে কলতান ও তরীর ছোট্ট বন্ধুদের জন্য “বিজয়ের রঙে মুক্তিযুদ্ধ চিত্রাঙ্কন ও চিত্র প্রদর্শনী প্রতিযোগিতা-২০২৫” আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে জাকসুর সহ-সভাপতি (ভিপি) আবদুর রশিদ জিতু বলেন, "বিজয় দিবস উপলক্ষ্যে আমাদের একাধিক কর্মসূচি রয়েছে, তার মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ আয়োজন।এই প্রতিযোগিতাটি মূলত শিশুদের জন্য আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হবে এবং অংশগ্রহণকারী সকলের জন্য থাকবে শুভেচ্ছামূলক উপহার।"
তিনি আরও বলেন, "এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো শিশুদের মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া। চিত্রাঙ্কনের মাধ্যমে যেন তারা আমাদের স্বাধীনতার গল্প ও বিজয়ের চেতনা অনুভব করতে পারে সেই লক্ষ্য সামনে রেখেই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।"
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের আকর্ষণীয় পুরস্কার ও ক্রেস্ট প্রদান করা হবে। পাশাপাশি অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর জন্য থাকবে বিশেষ উপহার।
এছাড়াও নির্বাচিত চিত্রসমূহ নিয়ে একটি বিশেষ প্রদর্শনী আয়োজন করা হবে। সেরা চিত্রাঙ্কনগুলো জাকসু ভবনে প্রদর্শনের জন্য সাঁটানো হবে।
একে