তালুকদার হাম্মাদ, ইবি প্রতিনিধি:
প্রশাসন কোনো উদ্যোগ না নেওয়ায়, মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য 'মুক্ত বাংলায়' রং করার উদ্যোগ গ্রহণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় ( ইবি ) শাখা ছাত্রদল। মঙ্গলবার ( ১৬ ডিসেম্বর ) এ উদ্যোগ গ্রহণ করে সংগঠনটি।
জানা যায়, দীর্ঘদিন যাবৎ রং না করা এবং পরিচ্ছন্নতার অভাবে সৌন্দর্য হারিয়েছে মুক্তিযোদ্ধাদের সম্মানে তৈরা করা স্মৃতিস্তম্ভ ' মুক্ত বাংলা '। কিন্তু বিজয় দিবস উপলক্ষ্যে প্রশাসন বিভিন্ন উদ্যোগ গ্রহণ করলেও মুক্ত বাংলার ব্যাপারে নেয়নি কোনো পদক্ষেপ। সে ক্ষোভেই আজ বিজয় দিবস উদ্যাপন শেষে রং করার উদ্যোগ গ্রহণ করে সংগঠনটি।
এ ব্যাপারে শাখা ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহমেদ বলেন, " শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন, সেই যুদ্ধে শহিদদের সম্মানার্থে ৩৬ টি বিভাগ, ৮টি হল, রাজনৈতিক সংগঠন, শিক্ষক সংগঠন, সামাজিক সংগঠন, সাংবাদিক সংগঠনসহ বিভিন্ন সংগঠন মুক্ত বাংলায় শ্রদ্ধা নিবেদন করেছি। কিন্তু এ আয়োজনকে সুন্দর করার ক্ষেত্রে প্রশাসন একদম ব্যর্থতার পরিচয় দিয়েছে। তারা বিভিন্ন খাতে লক্ষ লক্ষ টাকা খরচ করছে, অথচ এখানে ১০-২০ হাজার টাকা খরচ করে এই স্মৃতিস্তম্ভে তারা একটু রং করতে পারেনি। আমরা মনে করেছি এটার একটু নতুনত্ব দরকার, একটু সৌন্দর্য দরকার। এই সৌন্দর্য বর্ধনের জন্যই আমরা ছাত্রদলের পক্ষ থেকে এখানে রঙের ব্যবস্থা করেছি।"
এ ব্যাপারে বিজয় দিবস উদযাপন কমিটির সদস্য সচিব রাজিবুল ইসলাম বলেন, "মুক্ত বাংলায় রং করার জন্য আমাদের সিদ্ধান্ত হয়েছিল এবং এটা নিশ্চিত করার দায়িত্বে ছিলেন পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের মোয়াজ্জেম হোসেন। ইঞ্জিনিয়ারিং অফিসের মাধ্যমে তার এটি নিশ্চিত করার কথা ছিলো। কিন্তু আমি ১৫ তারিখে খোঁজ নিয়ে জানতে পারি যে তিনি চেষ্টা করেছেন কিন্তু সফল হননি।"
এমআই