বুধবার, ডিসেম্বর ১৭, ২০২৫
তালুকদার হাম্মাদ, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, সাজিদ হত্যাকাণ্ডের পাঁচ মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো খুনিকে গ্রেফতার বা ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করা হয়নি। কুষ্টিয়া সিআইডি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন বারবার তদন্তের নামে নাটক করছে ও তালবাহানা করছে। সিআইডি কর্তৃপক্ষ কুষ্টিয়া থেকে একটি গল্প লিখে নিয়ে আসে এবং সেটি ছাত্র সংগঠন, সাধারণ শিক্ষার্থী এবং সাংবাদিকদের সামনে পাঠ করে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে প্রতীকী লাশ সামনে রেখে সাজিদ আব্দুল্লাহ হত্যার বিচার দাবিতে পালিত কর্মসূচিতে তিনি এসব মন্তব্য করেন।
তিনি আরও বলেন, প্রশাসনের সদিচ্ছার অভাবেই ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের দাবিগুলো উপেক্ষিত হচ্ছে। আমরা এই নাটকের মঞ্চ গুঁড়িয়ে দিয়ে সামনের কর্মসূচিতে এগিয়ে যাব।
এসময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের (বৈবিছাআ) আহ্বায়ক এসএম সুইট, শিবিরের দাওয়াহ সম্পাদক আসিবুর রহমান, পরিকল্পনা সম্পাদক আরিফুল হক, ইসলামী ছাত্র আন্দোলনের শাখা সভাপতি ইসমাইল হোসেন রাহাত, মিউজিক অ্যাসোসিয়েশনের সভাপতি ইশতিয়াক ইমনসহ অন্যরা।
কর্মসূচিতে শাখা বৈবিছাআ'র আহ্বায়ক এসএম সুইট বলেন, "হত্যাকাণ্ডের পাঁচ মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত সিআইডি বা প্রশাসনের পক্ষ থেকে কোনো স্পষ্ট সুরাহা বা ঘটনার প্রকৃত কারণ জানানো হয়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে দেখা করে সুরাহা করতে না পারে, তবে প্রশাসনের পদে থাকার যোগ্যতা নেই; পাশাপাশি ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে। দ্রুত সাজিদ হত্যার বিচার না হলে জুলাই অভ্যুত্থান বা এরশাদবিরোধী আন্দোলনের মতো কঠোর গণ-আন্দোলনের মাধ্যমে বিচার আদায় করা হবে।
উল্লেখ্য, গত ১৭ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শাহ আজিজুর রহমান হলের পুকুর থেকে সাজিদের লাশ উদ্ধার করা হয়। সাজিদ আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এদিকে সাজিদের মৃত্যুর সুষ্ঠ তদন্তের দাবিতে বিক্ষোভ করে আসছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
একে