রামিন কাউছার, জাবি প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নেত্রকোনা জেলা ছাত্রকল্যাণ সমিতির এক বছরের জন্য আংশিক কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মার্কেটিং বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী আলিফ কাজী, সাধারণ সম্পাদক হিসেবে ইতিহাস বিভাগের একই ব্যাচের শিক্ষার্থী রুবায়েত হাসান অর্পন এবং কোষাধ্যক্ষ হিসেবে ফার্মেসি বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী রিফাত তালুকদার।
বুধবার (১৭ ডিসেম্বর) নেত্রকোনা জেলা ছাত্রকল্যাণ সমিতির উপদেষ্টা অধ্যাপক ড. জহিরুল ইসলাম খন্দকার, অধ্যাপক ড. চৌধুরী রুবাইয়াৎ আহমেদ ও ধীমান সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী এক বছরের জন্য সমিতির আংশিক কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হলো। একই সঙ্গে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার নির্দেশনাও দেওয়া হয়।
নবগঠিত কমিটির সভাপতি আলিফ কাজী বলেন, “নেত্রকোনা জেলা সমিতি শুরু থেকেই আমার আবেগের জায়গা, যেখানে আমি আমার শেকড়কে খুঁজে পাই। আজ সেই সংগঠনের একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে আসতে পেরে আমি সত্যিই আনন্দিত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমাদের জেলা সমিতির অবস্থান আরও দৃঢ় করার লক্ষ্যে কাজ করব, ইনশাআল্লাহ। ছোট-বড় সবার সহযোগিতায় সংগঠনের জন্য ভালো কিছু করে যেতে চাই।”
সাধারণ সম্পাদক রুবায়েত হাসান অর্পন বলেন, “প্রথমেই নেত্রকোনা জেলা ছাত্রকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হিসেবে যারা আমাকে নির্বাচিত করেছেন, তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা জানেন, দীর্ঘদিন ধরে সমিতির কোনো কার্যকর কমিটি ছিল না এবং সংগঠনটি একটি ভঙ্গুর অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিল। এই অবস্থা থেকে উত্তরণের লক্ষ্যে শিক্ষার্থীদের গণভোটের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়েছে। আমি সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি, যাতে সমিতির যাবতীয় কার্যক্রম সুন্দরভাবে সম্পন্ন করতে পারি।”
একে