এম. পলাশ শরীফ, বাগেরহাট প্রতিনিধি : কোভিট-১৯ মোকাবেলায় টিকা গ্রহনের বিষয়টি সকলকে সামাজিক আন্দোলনে পরিনত করতে হবে। সে ক্ষেত্রে প্রতিটি মানুষেরই নিজ নিজ দায়িত্ব রয়েছে। এ কথাগুলো বলেছেন বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।
বৃহস্পতিবার দুপুরে মোড়েলগঞ্জ উপজেলার প্রশাসনের উদ্যোগে স্বাস্থবিধি মেনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তাব্য রাখেন বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।
উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম-এর সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে আলোচনা করেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই আলম বাচ্চু, পৌরসভার মেয়র এসএম মনিরুল হক, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী খান, ইউপি চেয়ারম্যান মো. আকরামুজ্জামান, মোড়েলগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান মাসুমসহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।
প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান এ সময় আরো বলেন, সরকারি রেকর্ডীও খালে যারা বাঁধ দিয়ে পানি চলাচল বন্ধ করে জলাবদ্ধতা সৃষ্টি করে রেখেছে। সে সব খালে বাঁধ দ্রুত অপসারণ করারও নির্দেশনা প্রদান করেন তিনি।
সময় জার্নাল/এমআই