তালুকদার হাম্মাদ, ইবি প্রতিনিধি:
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদীর অনন্তকাল স্মরণে দেশাত্মবোধক গান করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) মিউজিক অ্যাসোসিয়েশন।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তারা এ আয়োজন করে। এসময় সংগঠনটির প্রায় ১৫ সদস্য একত্রে গান ও কবিতা পরিবেশন করেন। এসময় তাদেরকে 'ধন ধান্য পুষ্পে ভরা, আমাদের এই বসুন্ধরা ', ' মুক্তির মন্দিরে সোপানতলে' গান, বিদ্রোহী কবিতাসহ সহ বিভিন্ন গান ও কবিতা পরিবেশন করতে দেখা যায়।
সংগঠনটির সভাপতি ইশতিয়াক ফেরদৌস ইমন বলেন, আমাদের চব্বিশের এই জুলাইকে ধারণ করে এই দেশের অসংখ্য তরুণ বুঝেয়েছিল এই দেশ ও রাষ্ট্রকে তারা কতটা ভালোবাসে। এই জুলাইয়ের পেছনে যে মানুষগুলো কাজ করেছে, যে মানুষগুলো নির্বাক চিত্তে কাজ করেছে, তাদের মধ্যে অন্যতম একজন মানুষ আমার-আপনার, আমাদের শিল্পী, আমাদের ভাই শহিদ হাদী ভাই। শহিদ হাদি ভাই শুধু একজন রাজনীতিবীদ নন, তিনি একজন শিল্পী ও শিল্পের প্রতীক। তাঁর স্মরণেই আজকে আমাদের এই আয়োজন।
তিনি আরও বলেন, আমরা আজকে এখানে সমবেত হয়েছি তার জন্যে, আমাদের দেশের সার্বভৌমত্বের জন্যে। আমাদের সার্বভৌমত্ব বারংবার দুর্বল এবং নরম চিত্তে আমাদের সামনে উপস্থিত হয়েছিল বিগত অনেকগুলো বছর। কিন্তু সার্বভৌমত্বের জন্য লড়াই করতে গিয়ে আমাদের যে ভাই, যে শিল্পী, যে শিল্প বারংবার কথা বলতে এসেছে তাদেরকে আমরা হারিয়েছি। তাদের জন্যে চব্বিশে আমাদেরকে রক্তবন্যার মধ্যে দিয়ে যেতে হয়েছিল। আমরা আমাদের সার্বভৌমত্ব এবং ভাইদেরকে আর হারাতে চাই না।
এমআই