অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুর সদর উপজেলার ১৭ নম্বর ভবানীগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেনের টিনের চৌচালা বসতঘরে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের ঘটনায় সাত বছরের কন্যাশিশু আয়েশা আক্তার সানজু অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে। এ ঘটনায় বেলাল হোসেনসহ তিনজন দগ্ধ হয়েছেন।
শুক্রবার গভীর রাতে দুর্বৃত্তরা ঘরের বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ উঠেছে। আগুনে ঘরের ভেতরে থাকা আয়েশা আক্তার সানজু ঘটনাস্থলেই মারা যায়। এ সময় বেলাল হোসেন, স্মৃতি ও বীথি দগ্ধ হন।
তাদের আত্মচিৎকারে স্থানীয় এলাকাবাসী এগিয়ে এসে আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসক স্মৃতি ও বীথিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠান।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অরূপ পাল জানান, রাত আনুমানিক ১টার দিকে তিনজন দগ্ধ রোগী হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে দুজনকে ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে রেফার করা হয়েছে। এছাড়া আয়েশা আক্তার সানজু নামের এক শিশু দগ্ধ হয়ে মারা গেছে বলে তিনি নিশ্চিত করেন।
ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে।
একে