রাবিপ্রবি প্রতিনিধিঃ পাহাড়ের দুর্গম অঞ্চলে “শিক্ষাই পারে পাহাড়ের শিশুর ভবিষ্যৎ বদলে দিতে” এই স্লোগানকে সামনে রেখে শুরু হয়েছে এক ভিন্নধর্মী শিক্ষা ক্যাম্পেইন। রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) শিক্ষার্থীদের উদ্যোগে এবং সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সহযোগিতায় চলবে ৭ দিনব্যাপী এই কার্যক্রম, যা পাহাড়ের দুর্গম অঞ্চলের শিশুদের জীবনে নতুন আশার আলো জ্বালাবে। ক্যাম্পেইনটি চলবে ২১ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত।
সোমবার (২১ ডিসেম্বর) সাজেকের প্রত্যন্ত অঞ্চল হিজিং পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ক্যাম্পেইন শুরু করা হয়।
রাবিপ্রবির কয়েকজন শিক্ষার্থী তাদের একাডেমিক ছুটির সময়কে কাজে লাগিয়ে দুর্গম পাহাড়ি এলাকার শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগানো এবং অভিভাবকদের মধ্যে শিক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে এই ক্যাম্পেইন পরিচালনা করছেন। ক্যাম্পেইনে শিক্ষা সামগ্রী বিতরণের পাশাপাশি শিক্ষামূলক সেশন, গেমস এবং অভিভাবকদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষার আলোয় পাহাড়ের শিশুদের ভবিষ্যৎ আলোকিত করতে তাদের এই উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ক্যাম্পেইনের আয়োজকরা।
আয়োজকরা আরও জানিয়েছেন, ক্যাম্পেইনের পরবর্তী পর্বগুলোতে আরও অঞ্চলে পৌঁছানোর পরিকল্পনা রয়েছে। এবং এই ক্যাম্পেইন পাহাড়ের শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য আশার বার্তা।
এমআই