সাইফ রসুল খান,খুবি প্রতিনিধি:
অস্ট্রেলিয়া সরকারের সম্মানজনক ‘অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ড’ স্কলারশিপ অর্জন করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম। এই স্কলারশিপের আওতায় তিনি অস্ট্রেলিয়ার খ্যাতনামা রয়েল মেলবোর্ন ইনস্টিটিউট অব টেকনোলজি (আরএমআইটি) বিশ্ববিদ্যালয়ে মিডিয়া ও কমিউনিকেশন বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করবেন।
অস্ট্রেলিয়ার ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেড (ডিএফএটি)–এর অর্থায়নে পরিচালিত দুই বছর মেয়াদি এই স্কলারশিপে টিউশন ফি ছাড়াও অস্ট্রেলিয়ায় যাতায়াত ব্যয়, ভিসা ফি, আবাসন, স্বাস্থ্যবীমা এবং আনুষঙ্গিক সব খরচ অন্তর্ভুক্ত রয়েছে। স্কলারশিপের মোট অর্থমূল্য প্রায় দুই লাখ অস্ট্রেলিয়ান ডলার, যা বাংলাদেশি মুদ্রায় আনুমানিক দেড় কোটি টাকা। পাশাপাশি তিনি লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম, পেশাগত নেটওয়ার্কিং, ইন্ডাস্ট্রি কলাবরেশন এবং বিভিন্ন ফিল্ড ভিজিটে অংশগ্রহণের সুযোগ পাবেন।
স্কলারশিপ প্রাপ্তি প্রসঙ্গে শরিফুল ইসলাম বলেন, “অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা ও গবেষণার অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশে ফিরে যোগাযোগ ও সাংবাদিকতা শিক্ষার মান উন্নয়নে অবদান রাখাই আমার মূল লক্ষ্য। এতে এই স্কলারশিপের প্রকৃত উদ্দেশ্য সফল হবে।”
উল্লেখ্য, অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ড স্কলারশিপে আবেদনের জন্য ন্যূনতম তিন বছরের পেশাগত অভিজ্ঞতা, উন্নয়নভিত্তিক একটি পরিকল্পনা (ডেভেলপমেন্ট প্ল্যান), শক্তিশালী একাডেমিক রেকর্ড, নেতৃত্বগুণ এবং সুপারিশপত্র প্রয়োজন হয়। প্রাথমিক বাছাইয়ের পর লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে প্রার্থীদের নির্বাচন করা হয়। প্রতি বছর দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সরকারি কর্মকর্তা, পুলিশ, বাংলাদেশ ব্যাংক ও উন্নয়ন সংস্থার পেশাজীবীরা এই স্কলারশিপে অংশ নেওয়ার সুযোগ পান।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা শরিফুল ইসলাম তাঁর পেশাগত জীবন শুরু করেন দৈনিক সমকালে ক্রাইম রিপোর্টার হিসেবে। পরবর্তীতে তিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন এবং পরে খুলনা বিশ্ববিদ্যালয়ে যোগ দেন।
একাডেমিক কার্যক্রমের পাশাপাশি তিনি বিভিন্ন সহশিক্ষামূলক ও নেতৃত্বমূলক কর্মকাণ্ডে সক্রিয়। অনুসন্ধানী সাংবাদিকতা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিজিটাল মিডিয়া বিষয়ে তাঁর গবেষণা প্রবন্ধ সেইজ পাবলিকেশন্স, পাবলিক লাইব্রেরি অফ সায়েন্স এবং স্প্রিংগার নেচার–এর মতো আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে। এছাড়া তিনি খুলনা বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব, সাংবাদিক সমিতি ও রিসার্চ সোসাইটির প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি দেশের গণযোগাযোগ ও সাংবাদিকতা শিক্ষকদের সংগঠন সিজেইএন এর নির্বাহী কমিটির সদস্য।
সময় জার্নাল/একে