নিজস্ব প্রতিবেদক:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, তফসিল ঘোষণার পর নির্বাচন বানচাল করতে আধিপত্যবাদী শক্তি চেষ্টা করছে। তারা শরিফ ওসমান হাদিকে হত্যা করেছে। এমন উদ্ভুদ পরিস্থিতিতে জুলাই গণঅভ্যুত্থানের ব্যক্তিদের টার্গেট করা হচ্ছে। এই অবস্থায় আধিপত্যবাদী শক্তি ঠেকাতে আমাদের বৃহত্তর ঐক্য প্রয়োজন। এই ঐক্যের জন্যই জামায়াতসহ সমমনা দলের সঙ্গে ভোট করার সিদ্ধান্ত নিয়েছে।
রোববার (২৮ ডিসেম্বর) রাতে জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
নাহিদ জানান, দলের সংখ্যাগরিষ্ঠ নেতার মতামতের ভিত্তিতে নির্বাচনী জোটে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে।
এর আগে বিকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ৮ দলীয় জোটে এনসিপি ও এলডিপি যুক্ত হয়েছে বলে জানান জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। সংবাদ সম্মেলনে আট দলের নেতাদের বাইরে এলডিপি সভাপতি কর্নেল অব. অলি আহমেদ বীর বিক্রম উপস্থিত ছিলেন।
এমআই