বাকৃবি প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে( বাকৃবি) বৃহত্তর যশোর সমিতির নবীনবরণ,দায়িত্ব হস্তান্তর ও বারবিকিউ সন্ধ্যা অনুষ্ঠান -২০২৫ আয়োজিত হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. কে এইচ এম নাজমুল হোসাইন নাজির ও সাধারণ সম্পাদক সোহেলী সাদিয়া।
রবিবার(২৮ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি সম্মেলন কক্ষে অই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সমিতির সদ্য সাবেক সভাপতি অধ্যাপক ড. কাজী কামরুল ইসলামের সভাপতিত্বে ও সদ্য সাবেক সাধারণ সম্পাদক মো. মুনীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার, প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম,অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, অধ্যাপক ড. কাজী কামরুল ইসলাম ও অধ্যাপক ড. মো শহিদুল ইসলাম।
নবীন শিক্ষার্থীদের ফুল ও চাবির রিং দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর নবীনদের উদ্দেশ্যে প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম বলেন,'সেরা প্রতিষ্ঠান থেকে আসা মেধাবী শিক্ষার্থী হিসেবে তোমাদের এখানে পিছিয়ে পড়ার কোনো অবকাশ নেই, তাই লক্ষ্যভ্রষ্ট না হয়ে ভালো করে পড়াশোনা করবে এবং শুধু ডিগ্রি অর্জন লক্ষ্যে পড়াশোনা না করে নিজেদেরকে দক্ষ একজন নাগরিক হিসেবে গড়ে তুলবে। শিক্ষকদের সাথে সুসম্পর্ক বজায় রাখবে।'
নবীনদের উদ্দেশ্যে অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার বলেন,'আমরা চাই আমাদের অঞ্চলের ছেলেমেয়েরা ভালো জায়গায় নিজেদের প্রতিষ্ঠিত করবে এর জন্য তোমাদের নিয়মিত লেখাপড়া করতে হবে।আর সময়ের প্রতি তোমরা আরও যত্নবান হবে।'
নবগঠিত কমিটিতে সহ সভাপতির দায়িত্ব পালন করবেন অধ্যাপক ড. মো শাহিদুল আলম ও কোষাধ্যক্ষ হলেন অধ্যাপক ড. মো. মশিউর রহমান।
সহ -সাধারণ সম্পাদক হলেন আফ্রিদি হাসান,সুস্ময় হাজারি,নুসরাত জাহান সাদিয়া,অনুপ পাল,অর্নব সাহা, আসফা খাতুন।
সাংগঠনিক সম্পাদক মো: আরাফাত রহমান আকিব,সহ- সাংগঠনিক সম্পাদক মো ইমতিয়াজ কবির,সাদিয়া করিম জিসা,দপ্তর সম্পাদক মো. নাইমুল ইসলাম শিমুল, উপ- দপ্তর সম্পাদক তানভিরুল ইসলাম তমাল,প্রচার সম্পাদক সজীব হোসেন,উপ- প্রচার সম্পাদক তানজীমা হোসেন,প্রকাশনা সম্পাদক তানিয়া আক্তার,উপ- প্রকাশনা সম্পাদক পলক মজুমদার,আইন বিষয়ক সম্পাদক কিশোর বিশ্বাস,উপ -আইন বিষয়ক সম্পাদক সাদমান রেজা,তথ্য ও শিক্ষা সম্পাদক জান্নাতুল ফেরদৌস,উপ- তথ্য ও শিক্ষা সম্পাদক মাহমুদুল হাসান রিবন,ক্রীড়া সম্পাদক মো. পরাগ হোসেন,সাংস্কৃতিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন শাওন,আপ্যায়ন বিষয়ক সম্পাদক রুনিয়া সুলতানা তানহা।
এমআই