বুধবার, ডিসেম্বর ৩১, ২০২৫
নিজস্ব প্রতিবেদকঃ
চলতি বর্ষশেষ ও নতুন বছরকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা জোরদার করতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কর্তৃপক্ষ একাধিক বিধিনিষেধ আরোপ করেছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনার কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে ২০২৫ সালের শেষ এবং ১ জানুয়ারি ২০২৬ থেকে নতুন বছর শুরু হওয়ায় ক্যাম্পাসে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, ৩১ ডিসেম্বর শিক্ষার্থীদের অবশ্যই রাত ১১টার মধ্যে নিজ নিজ হলে অবস্থান করতে হবে। হলের ভেতরে বা বাইরে মিছিল, সভা-সমাবেশ কিংবা কোনো ধরনের উচ্চশব্দযুক্ত কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। সন্ধ্যার পর উন্মুক্ত স্থানে কোনো ধরনের অনুষ্ঠান আয়োজন করা যাবে না এবং বিকেল ৪টার পর কোনো বহিরাগত ক্যাম্পাসে অবস্থান করতে পারবে না।
এছাড়া ক্যাম্পাসে বারবিকিউ পার্টি, আতশবাজি, পটকা ফোটানো, ফানুস ওড়ানো, ডিজে পার্টি, নাইট শোসহ যেকোনো ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এসব কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান শৃঙ্খলাবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।
নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে ৩১ ডিসেম্বর বিকেল ৪টা থেকে ২ জানুয়ারি সকাল ৬টা পর্যন্ত রিকশা, মোটরসাইকেল, টেম্পো, মাইক্রোবাস, কার ও স্টিকারবিহীন গাড়ি ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ থাকবে। একই সময়ে বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট ছাড়া অন্য সব গেট বন্ধ থাকবে এবং গেটসংলগ্ন এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ছাড়া ওইদিন রাতে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ বটতলা সংলগ্ন এলাকার সব দোকানপাট রাত ১০টার মধ্যে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। নিরাপত্তা নিশ্চিতে প্রক্টরিয়াল বডি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক টহলে থাকবে।
একে।