মাহমুদুল হাসান: করোনা মহামারির এই সময়ে সাধারণ মানুষের মাঝে স্বাস্থ্য সেবা নিয়ে যখন চারদিকে অনিশ্চয়তা বিরাজ করছে। ঠিক তখনি কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) ছাত্রলীগ "ফ্রি হেলথ ক্যাম্প" নামে একটি ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করে।
কুমিল্লা মেডিকেল কলেজের ছাত্রলীগ নেতা বিলালুজ্জামান রানা'র উদ্যোগে এবং মেডিসিন ক্লাব, কুমিল্লা মেডিকেল কলেজের সাধারণ সম্পাদক মুজিবুল হক ভূঁইয়া রুবেলের সহযোগিতায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার পদুয়ায় এই ক্যাম্প করা হয়।
ব্যতিক্রমী এই ক্যাম্পিং এর ফলে সহজে চিকিৎসা সেবা পাওয়ায় সাধারণ মানুষজনের মাঝে বিরাজ করছে আনন্দ এবং উৎফুল্লতা।
ক্যাম্পিং এ চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন ডা. রাকিব, ডা. সৈকত দেব, ডা. তারেক ইমনসহ আরো অনেকে।
উল্লেখ্য, কুমেক ছাত্রলীগ এর আগেও জয়বাংলা মেডিসিন সেবা কার্যক্রম চালু করেছিলো।
সময় জার্নাল/এমআই