নিজস্ব প্রতিবেদক:
মুন্সীগঞ্জের সিরাজদিখানের ঢাকা-মাওয়া মহাসড়কে বিকল ট্রাকের পেছনে বাসের ধাক্কায় তারেক (৪৫) নামে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।
শুক্রবার (৯ জানুয়ারি) ভোর ৫টার দিকে উপজেলার নিমতলা এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তারেক চুয়াডাঙ্গা জেলার বাসিন্দা এবং চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী পূর্বাশা পরিবহনের সুপারভাইজার ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকা-মাওয়া মহাসড়কের ঢাকামুখী লেনে একটি ট্রাক বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। এ সময় ঘন কুয়াশার কারণে সামনে থাকা ট্রাকটি দেখতে না পেয়ে পেছন থেকে আসা পূর্বাশা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং বাসের ভেতরে থাকা একাধিক যাত্রী আটকা পড়েন। খবর পেয়ে সিরাজদিখান ও শ্রীনগর ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনায় নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে হাসাড়া হাইওয়ে থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
হাসাড়া হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সংঘর্ষের পর বাসের সামনের অংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় এ দুর্ঘটনা ঘটেছে। তবে দুর্ঘটনার পর দ্রুত যানবাহন সরিয়ে নেয়ায় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম মাহমুদুল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘন কুয়াশা ও অতিরিক্ত গতির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে চালকদের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়েছে, ঘন কুয়াশার সময় সড়কবাতি ও ট্রাফিক সিগন্যাল অনুসরণ করতে হবে, নিয়ন্ত্রিত গতিতে গাড়ি চালাতে হবে এবং অপ্রয়োজনীয় ওভারটেক এড়িয়ে চলতে হবে।
একে