নিজস্ব প্রতিবেদক:
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী এলাকা ঢাকা-১৭ আসনের নির্বাচন কার্যক্রম পরিচালনার লক্ষ্যে বনানীতে একটি পেশাজীবী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) রাত ৯টার দিকে রাজধানীর বনানী এলাকায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার মাহবুব হোসেন।
সম্মেলনে ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, সাংবাদিক ও নার্সসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক পেশাজীবী অংশগ্রহণ করেন। উপস্থিতদের মধ্যে ছিলেন—ডা. ফরহাদ হালিম ডুনার, ডা. মোর্শেদ হাসান খান, ডা. মুস্তফা আজিজ সুমন, ডা. মো. হায়দার পারভেজ, ডা. মেহেদী হাসান, প্রফেসর মো. শাহিন হাওলাদার, প্রফেসর রাকিবুল হাসান চৌধুরী, প্রফেসর লুতফুর রহমান, ডা. শেখ মনির উদ্দীন, কৃষিবিদ ড. মো. মনিরুজ্জামান খান, কৃষিবিদ অধ্যাপক ড. সালাউদ্দিন মাহমুদ চৌধুরী, এডভোকেট আশরাফ জালাল খান মনন, ব্যারিস্টার এজাজ কবির, ডা. এএসএম রাকিবুল ইসলাম আকাশ, ডা. তানজিম রুবাইয়াত আফিত, একেএম মুছা লিটন, মো. টুকলুরুজ্জাম বিপ্লব, ডা. মাহমুদ আহমেদ খান, আরিফুল ইসলাম তুষার, মোহাম্মদ হানিফ, মো. জসিমউদ্দীন রানা প্রমুখ।
সম্মেলনে বক্তারা বলেন, তারেক রহমানের নেতৃত্বে ঢাকা-১৭ আসনের নির্বাচন কার্যক্রমকে সফল করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
ঢাকা-১৭ নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ডা. ফরহাদ হালিম ডুনার বলেন, “আপনারা জানেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ আসনে প্রার্থী হয়েছেন। আমরা চাই তিনি ৮০ থেকে ৯০ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হোন। আমরা সবাই একসঙ্গে কাজ করলে ইনশাআল্লাহ এটি কোনো কঠিন বিষয় নয়। এখানে ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক ও সাংবাদিকসহ সব পেশার মানুষ রয়েছেন—সবার সম্মিলিত অংশগ্রহণে আমরা নির্বাচন কার্যক্রম পরিচালনা করবো।”
একে