নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ২০২৬ সালের বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রজেকশন বিডি, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অবল এন্ড ডিপ্লোমেসি (আইআইএলডি), জাগরণ ফাউন্ডেশন এবং ন্যারাটিভ-এর যৌথ উদ্যোগে পরিচালিত- প্রি-ইলেকশন পালস; অ্যান ইন-ডেপথ অ্যানালাইসিস অব দ্য বাংলাদেশি ইলেক্টোরেট শীর্ষক এক জনমত জরিপের ফলাফল প্রকাশ করা হয়েছে। জরিপের ফলাফলে দেখা গেছে, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি (বিএনপি) এবং বাংলাদেশ জামায়াতে ইসলামির মধ্যে পরিসংখ্যানগতভাবে এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে।
সোমাবার জাতীয় প্রেসক্লাবে জরিপের ফলাফল প্রকাশ করা হয়।
জরিপ অনুযায়ী, বর্তমান জনসমর্থনের ভিত্তিতে ভোটের সম্ভাব্য বণ্টন নিম্নরূপ:
বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি (বিএনপি): ৩৪.৭ শতাংশ, জামায়াতে ইসলামি: ৩৩.৬ শতাংশ, আনডিসাইডেড (সিদ্ধান্তহীন) ভোটার: ১৭.০ শতাংশ, ন্যাশনাল সিটিজেন্স পার্টি (এনসিপি): ৭.১ শতাংশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ: ৩.১ শতাংশ, অন্যান্য দল: ৪.৫ শতাংশ।
জরিপের পরিধি ও পদ্ধতিঃ
এই জরিপটি ২০২৫ সালের ২১ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত পরিচালিত হয়। এতে বাংলাদেশের ৬৪টি জেলার ২৯৫টি সংসদীয় আসনের অন্তর্ভুক্ত মোট ২২,১৭৪ জন নিবন্ধিত ভোটার অংশগ্রহণ করেন। ভৌগোলিক, শহর-গ্রাম ও জনসংখ্যাগত ভারসাম্য নিশ্চিত করতে স্ট্রাটফায়েড স্যাম্পলিং ডিজাইন অনুসরণ করা হয় এবং ২০২২ সালের জাতীয় আদমশুমারির ভিত্তিতে পোস্ট-স্ট্রাটিফিকেশন ওয়েটিং প্রয়োগ করা হয়েছে।
যদিও মেশিন লার্নিং (ML) প্রজেকশন অনুযায়ী আনডিসাইডেড ভোটারদের ঝোঁক বিবেচনায় নিলে বিএনপির সমর্থন ৪৩.২% এবং
জামায়াতে ইসলামির সমর্থন ৪০.৮%-এ পৌঁছাতে পারে।
এমআই