মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬

দুই দশক পূর্তিতে জুডো, নতুন নেতৃত্বে লুবান ও তাজুন

সোমবার, জানুয়ারী ১২, ২০২৬
দুই দশক পূর্তিতে জুডো, নতুন নেতৃত্বে লুবান ও তাজুন

রামিন কাউছার, জাবি প্রতিনিধি :

যুক্তি ও মেধার অনন্য মেলবন্ধনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিতর্ক সংগঠন ‘জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন (জেইউডিও)’ তাদের পথচলার দুই দশক পূর্ণ করেছে। ২০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত উৎসবের সমাপনী দিনে সংগঠনটির ২০২৬ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে জেইউডিওর ২০ বছর পূর্তি উৎসবের সমাপনী পর্বে আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়। সদ্য সাবেক সভাপতি এবং বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৯তম আবর্তনের শিক্ষার্থী মির্জা সাকি নবগঠিত কমিটি ঘোষণা করেন।

২০২৬ কার্যনির্বাহী পর্ষদের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইতিহাস বিভাগের ৫১তম আবর্তনের শিক্ষার্থী মো. আল লুবান এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মার্কেটিং বিভাগের ৫১তম আবর্তনের শিক্ষার্থী তাজুন ইসলাম।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন— সহ-সভাপতি (প্রশাসন) সাদমান কৌশিক, সহ-সভাপতি (বিতর্ক) সুমাইয়া ইসলাম সামিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক (বাংলা) ওয়াসিক আহমেদ আপন, যুগ্ম সাধারণ সম্পাদক (ইংরেজি) বর্ণ সাহা বিশাল এবং যুগ্ম সাধারণ সম্পাদক (যোগাযোগ) হাসিব বিন আব্দুল হাই। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তানজিল জাহিন জামি এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নুসরাত জাহান আনিকা।

এছাড়াও বিভিন্ন সম্পাদকীয় পদে দায়িত্ব পেয়েছেন আল নাহিয়ান, শফিকুল ইসলাম, নাজমুল ওয়ারা তালহা, দুর্বার শামিত আদি, আফিয়া ইবনাত সামিহা, রোহান মাহমুদ ও লামিশা জামান। ইংরেজি সেশন সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন গোলাম মোর্শেদ আকিব।

কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন বিজয় সাহা, শেহওয়া তেহরিম আমিন, জান্নাতুল মাওয়া শ্যামন্তী ও আরিফুল ইসলাম সিরাজী। সম্মানিত কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন জেইউডিওর সাবেক সভাপতি সাইয়্যেদ মু. তাফহীম, সাইমুম মৌসুমী বৃষ্টি এবং মির্জা সাকি। ছাত্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন সাবেক সাধারণ সম্পাদক ফারিম আহসান, সাবেক সহ-সভাপতি (প্রশাসন) লামিয়া ইসলাম প্রত্যাশা এবং সাবেক সহ-সভাপতি (বিতর্ক) সাদমান অলীভ।

ইংরেজি বিতর্কের মানোন্নয়নে ‘জেইউডিও ইংলিশ ফোরাম’-এর কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পেয়েছেন সুমাইয়া ইসলাম সামিয়া, মেম্বার সেক্রেটারি হিসেবে বর্ণ সাহা বিশাল এবং সেশন কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পেয়েছেন গোলাম মোর্শেদ আকিব। ফোরামের সাধারণ সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন হাসিবুল ইসলাম, প্রয়াস আহমেদ ও জান্নাতুন ফারিয়া।

সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আহসান। মডারেটর হিসেবে দায়িত্ব পালন করছেন ইতিহাস বিভাগের অধ্যাপক ড. এ টি এম আতিকুর রহমান। এছাড়াও উপদেষ্টা হিসেবে দিকনির্দেশনা দিচ্ছেন ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক মো. জাকির হোসেন এবং শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শ প্রদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক মো. জামাল উদ্দীন রুনু।

উৎসবের অংশ হিসেবে ১৮তম আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। ‘এই সংসদ মনে করে গণভোটে হ্যাঁ ভোটের জয়ের মাধ্যমে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা সম্ভব’— এই প্রস্তাবে অনুষ্ঠিত ফাইনালে অর্থনীতি বিভাগ চ্যাম্পিয়ন হয়। সাংবাদিকতা ও গণমাধ্যম বিভাগ রানার্সআপ হয়। অর্থনীতি বিভাগের মোহাম্মদ ওবায়দুল্লাহ ‘ডিবেটার অব দ্য ফাইনাল’ এবং মোহাম্মদ তাসফিকুর রশিদ তূর্য ‘ডিবেটার অব দ্য টুর্নামেন্ট’ নির্বাচিত হন।

ইংরেজি বিতর্কে চ্যাম্পিয়ন হয় নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং রানার্সআপ হয় অর্থনীতি বিভাগ। প্রত্নতত্ত্ব বিভাগ ও আইন ও বিচার বিভাগ ফাইনালিস্ট হিসেবে স্থান পায়।

অনুষ্ঠানে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বর্ষসেরা সম্মাননা প্রদান করা হয়। ‘বর্ষসেরা বিতার্কিক’ নির্বাচিত হন ফারিম আহসান এবং ‘বর্ষসেরা সংগঠক’ হিসেবে সম্মাননা পান সাদমান অলীভ। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য ‘বর্ষসেরা সাংবাদিক’ সম্মাননা পান ইনসাইট ঢাকা-র ক্যাম্পাস করেসপন্ডেন্ট তানজিল হোসাইন সাকিব।

উল্লেখ্য, জেইউডিওর ২০ বছর পূর্তি উপলক্ষে ৯ ও ১০ জানুয়ারি দুই দিনব্যাপী নানা আয়োজন অনুষ্ঠিত হয়। এর মধ্যে ছিল ‘আভাস’ ব্যান্ডের কনসার্ট, প্রদর্শনী বিতর্ক, শিশুদের চিত্রাঙ্কন, প্রীতি ক্রিকেট ম্যাচ, প্রীতিভোজ ও কেক কাটার আয়োজন। বর্ণাঢ্য এসব আয়োজনের মধ্য দিয়ে জেইউডিও তাদের দুই দশকের পথচলাকে স্মরণীয় করে রাখে।

একে 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল