সময় জার্নাল প্রতিবেদক : বিকল্পধারা বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির নারী ও শিশু কল্যাণ বিষয়ক সম্পাদক অধ্যাপক মেসবাউল আলমের মা মাকসুদা আক্তার ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (৩১ জুলাই) সকাল ১০টায় বগুড়ার শাহজাহানপুরের পাটফেকুর গ্রামের বাড়িতে তিনি ইন্তেকাল করেন। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি এক ছেলে, তিন মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
শনিবার বাদ আছর নামাজে জানাযা শেষে মরহুমা মাকসুদা আক্তারকে শাহজাহানপুর পাটফেকুর গ্রামের কবরস্থানে দাফন করা হয়।
মাকসুদা আক্তারের মৃত্যুতে বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী ও মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান এমপি গভীর শোক প্রকাশ করেছেন।
এক যৌথ শোকবাণীতে বিকল্পধারার এই দুই শীর্ষ নেতা মাকসুদা আক্তারের রুহের মাগফেরাৎ কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
সময় জার্নাল/এসএ