বুধবার, জানুয়ারী ১৪, ২০২৬
রামিম কাউসার, জাবি প্রতিনিধি :
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইতিহাস বিভাগের হিস্ট্রি ডিবেটিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে তৃতীয় অন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ২০২৫ এবং নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর।এবারের আয়োজনের আহ্বায়ক ছিলেন ইতিহাস বিভাগের ৫২তম আবর্তনের শিক্ষার্থী তানজিল জাহিন জামি। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন একই আবর্তনের শিক্ষার্থী মাহফুজা ইসলাম মোনামি ও ইসতিয়াক আহমেদ রাতুল।
গত ১৬ ডিসেম্বর ২০২৫, মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এ প্রতিযোগিতার থিম ছিল বিজয় দিবস। দলগুলোর নাম ও বিতর্কের বিষয়বস্তুর মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা ও বিজয়ের আদর্শ তুলে ধরা হয়।
তিন দিনব্যাপী এই প্রতিযোগিতার প্রথম পর্বে অংশ নেন ৬টি দলের ১৮ জন বিতার্কিক। দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় ফাইনাল রাউন্ড এবং শেষ পর্বে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও ক্লাবের দায়িত্ব হস্তান্তর করা হয়।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় দল ‘শ্যামল ছায়া’। দলের সদস্যরা হলেন আসিফ আল ইমরান (৫১তম আবর্তন), নুসরাত জাহান হাফসা ও তরিকুল ইসলাম নাজিম (৫৩তম আবর্তন)।
রানারআপ হয় দল ‘মুক্তির গান’। এ দলের বিতার্কিকরা হলেন মো. শাহেদ হোসেন (৫১তম), শ্রেয়সী বিশ্বাস ও মোহাম্মদ আবদুর রহমান আকাশ (৫৩তম আবর্তন)।
অনুষ্ঠানের পুরস্কার বিতরণী ও সমাপনী পর্বে উপস্থিত ছিলেন ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এমরান জাহান, হিস্ট্রি ডিবেটিং ক্লাবের মডারেটর অধ্যাপক ড. পিংকি সাহা, অধ্যাপক ড. এটিএম আতিকুর রহমান, অধ্যাপক ড. মোহাম্মদ গোলাম রব্বানীসহ বিভাগের শিক্ষকবৃন্দ। এ সময় বক্তারা বিতর্কচর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মননশীলতা ও নেতৃত্ব বিকাশের ওপর গুরুত্বারোপ করেন।
দায়িত্ব হস্তান্তর পর্বে নতুন কমিটির সভাপতি নির্বাচিত হন ৫০তম আবর্তনের মাহদী আল হোসাইন এবং সাধারণ সম্পাদক হন ৫১তম আবর্তনের মো. আল লুবান।নতুন কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— সহ-সভাপতি (প্রশাসন): নিশাত নওরিন রিমঝিম (৫১তম),সহ-সভাপতি (বিতর্ক): মো. শাহেদ হোসেন (৫১তম),যুগ্ম সম্পাদক (বিতর্ক): জান্নাতুন্নেসা বিনতে জামান এমিলি (৫১তম),
যুগ্ম সম্পাদক (যোগাযোগ): অনন্যা সাহা (৫১তম),সাংগঠনিক সম্পাদক: আসিফ আল ইমরান (৫১তম),অর্থ সম্পাদক: সিফাত আরেফিন রিহাব (৫২তম),অনুষ্ঠান সম্পাদক: তানজিল জাহিন জামি (৫২তম),দপ্তর সম্পাদক: ইশতিয়াক আহমেদ (৫২তম),শিক্ষা ও গবেষণা সম্পাদক: মাসুম শিকদার অভি (৫২তম),
প্রশিক্ষণ সম্পাদক: লামিসা জামান (৫৩তম), প্রেস ও মিডিয়া সম্পাদক: মাহফুজা ইসলাম মোনামি (৫২তম),তথ্য ও প্রযুক্তি সম্পাদক: খালিদ হাসান শ্রাবণ (৫৩তম)।
কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন ৫৩তম আবর্তনের শিক্ষার্থী আশরাফুল নাহার জুথি, আকাশ, নাবিলা বিনতে হারুন, তরিকুল ইসলাম নাজিম, মো. রাকিবুল ইসলাম এবং রওনক জাহান রেশমা।
একে