ইবতেশাম রহমান সায়নাভ, বেরোবি প্রতিনিধি :
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) দুই দিনব্যাপী আন্তর্জাতিক রিসার্চ সামিট অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে এই আয়োজনের পর্দা নামে।
এর আগে গত ১৩ জানুয়ারি সামিটের অনলাইন পর্ব অনুষ্ঠিত হয়। এতে ১০২টি টিম তাদের গবেষণা পেপার অনলাইনে উপস্থাপন করে। অনলাইন পর্বে ইরান, পেরু ও দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশের গবেষকরা অংশগ্রহণ করেন। এ সময় মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ভারতের সিকিম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের গবেষক ড. জাহ্নবী ভান্ডারী এবং সৌদি আরবের কিং ফাহাদ ইউনিভার্সিটি অব পেট্রোলিয়াম অ্যান্ড মিনারেলস-এর গবেষক মাহবুবা শান্তনা।
১৫ জানুয়ারি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সামিটের অফলাইন পর্ব অনুষ্ঠিত হয়।
এতে দেশের ২২টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ৪৬টি টিম অংশগ্রহণ করে। অফলাইন আয়োজনে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. মো. মাহমুদুল হাসান এবং শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. নাকিব হায়াত চৌধুরী।
সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে অফলাইন কার্যক্রম শুরু হয়। এতে প্রধান আলোচকদের পাশাপাশি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের চারটি বিভাগের ১০ জন ফ্যাকাল্টি সদস্য উপস্থিত ছিলেন। পরে তিনটি স্ক্রিনে দুপুর ৩টা পর্যন্ত ওরাল প্রেজেন্টেশন এবং ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে পোস্টার প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়। মধ্যাহ্নভোজের পর সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণী ও ফটোসেশনের মাধ্যমে সামিটের কার্যক্রম শেষ হয়।
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মো. সোহেল বলেন, বেরোবি রিসার্চ সোসাইটিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। তারা অল্প সময়ে খুব সুন্দর একটি আয়োজন করতে পেরেছে। গোছালো এই প্রোগ্রামের মাধ্যমে নতুন অভিজ্ঞতা অর্জন করতে পেরেছি।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মনিরুল ইসলাম বলেন, আজকে বেরোবি রিসার্চ সোসাইটির আয়োজনে সফলভাবে পেপার সাবমিট করতে পেরেছি। আশা করি সামনে তারা আরও সুন্দর আয়োজন করতে পারবে।
আয়োজক কমিটির প্রধান জয়ন্ত দাস জানান, ‘এমন একটি আন্তর্জাতিক আয়োজন সফলভাবে সম্পন্ন করতে পেরে আমরা সত্যিই আপ্লুত। দেশ-বিদেশের গবেষকদের অংশগ্রহণে অনলাইন ও অফলাইন—উভয় পর্বে সামিট আয়োজন করা আমাদের জন্য দারুণ অভিজ্ঞতা। ভবিষ্যতেও এ ধরনের গবেষণাধর্মী আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের গবেষণায় আগ্রহ বাড়াতে কাজ করে যেতে চাই।'
উল্লেখ্য, গবেষণা সংসদ–বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় গত চার বছর ধরে শিক্ষার্থীদের গবেষণামুখী করে তুলতে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় এবার প্রথমবারের মতো তারা দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক রিসার্চ সামিট আয়োজন করে।
এমআই