আহসান হাবিব, চবি প্রতিনিধি:
রোটারি ক্লাব অব চিটাগাং রেইনবোর ৯ম বর্ষপূর্তি ও ২০০তম নিয়মিত সভা উপলক্ষে নগরির এক রেস্তরায় চার্টার্ড নাইটের আয়োজন করা হয়েছে।
রেইনবো ক্লাবের চার্টার্ড প্রেসিডেন্ট রোটাঃ জাহেদা আক্তার মিতার তত্ত্বাবধানে এবং বর্তমান প্রেসিডেন্ট রোটাঃ সাবিনা কাইয়ুমের নেতৃত্বে আয়োজিত এই অনুষ্ঠানের চেয়ারপারসন ছিলেন আইপিপি রোটাঃ তাসনুভা হায়দার নোভা, সেই সাথে ক্লাবের সেক্রেটারি রোটাঃ রোকেয়া সুলতানা, পিপি আব্দুল মামুন বাহার, জয়েন্ট সেক্রেটারি সুবর্ণা প্রমুখ উপস্থিত ছিলেন।
“কৃষ্টি” প্রতিবন্ধী সংগঠনের পরিচালক সাবরিনা সুলতানার অংশগ্রহণও লক্ষ্য করা গেছে।
রেইনবো ক্লাবের পক্ষ থেকে একজন মহিলার উমরাহ পালনের জন্য আর্থিক অনুদান প্রদান করা হয় এবং দুটি হাঙ্গার প্রজেক্ট বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিডিজি এম. এ. আওয়াল, পিডিজি আব্দুল আহাদ, পিডিজি প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী, পিপি মাইনুল ইসলাম মাহমুদ, পিপি ইঞ্জিনিয়ার এমডি. মতিউর রহমান, পিপি এস. কে. আজিম পিন্টু।ক্লাবের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন পিপি প্রবীর সাহা, পিপি ইফতেখার উদ্দিন, নুরুল আনোয়ার, রাসেল উদ্দিন, আবদুল্লাহ আল নোমান, এহসান মাহমুদ, রোটার্যাক্ট প্রেসিডেন্ট আসিফ রায়হানসহ অন্যান্য ক্লাবের বিশিষ্ট রোটারিয়ানগণ।
সকলেই আগামীতেও মানবিক কার্যক্রম ও “কৃষ্টি” প্রতিবন্ধী সংগঠনের সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
একে