আহসান হাবিব, চবি প্রতিনিধি :
কণিকা নামক একটি রক্তদাতা সংগঠনের উদ্যোগে ১৫তম শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে স্বাস্থ্যসেবা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার তিনটহরী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
জানা গেছে, দীর্ঘ ১৪ বছর ধরে কণিকা মুমূর্ষু রোগীদের জন্য রক্তদাতা ব্যবস্থাপনার পাশাপাশি সামাজিক সচেতনতা, বন্যাদুর্গতদের সহায়তা, আশ্রয়ণ প্রকল্প ও শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। সেই ধারাবাহিকতায় এবারের শীত ঋতুতে তাদের কর্মসূচিতে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের পাশাপাশি বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। সেই সাথে পরিচালনা করা হয় ফ্রি ব্লাড গ্রুপিং ও ফ্রি ওষুধ বিতরণ। প্রায় ১৫০ পরিবারকে কম্বল দেওয়া হয়।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদীপ কুমার নাথ ও সহকারী প্রধান শিক্ষক নজরুল ইসলাম। তারা বলেন, এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় ও অনুকরণীয়। তরুণদের এই মানবিক প্রচেষ্টা সমাজের বৈষম্য ও সংকট দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক কান্তা বড়ুয়ার সার্বিক পরামর্শ ও সহযোগিতায় অনুষ্ঠানের মেডিক্যাল ক্যাম্পটি পরিচালনা করেন কণিকার আজীবন সদস্য ডা. সাজেদ হোসাইন (এমবিবিএস, চমেক) এবং ডা. মোস্তাফিজুর রহমান (এমবিবিএস চমেক), ডা. মো. ফয়সাল সৌরভ (এমবিবিএস চমেক)।
সংগঠনের সভাপতি আফিফ ইকবাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সহ ক্যাম্পেইন সম্পাদক তানহার সঞ্চালনায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়। কর্মসূচির মাধ্যমে চিকিৎসা সেবা, ওষুধ ও শীতবস্ত্র পেয়ে স্থানীয় বাসিন্দারা কণিকার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
একে