মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬

জুলাই রিভিউ কমিটি: অর্ধেকের বেশি সময়েও মেলেনি অগ্রগতি

সোমবার, জানুয়ারী ১৯, ২০২৬
জুলাই রিভিউ কমিটি: অর্ধেকের বেশি সময়েও মেলেনি অগ্রগতি

তালুকদার হাম্মাদ, ইবি প্রতিনিধি:

কমিটি গঠনের পর অর্ধেকের বেশি কার্যদিবস পার হলেও অগ্রগতি নেই ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জুলাই বিরোধী শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের শাস্তির মাত্রা নির্ধারণ রিভিউ কমিটির। ১৫ কার্যদিবসের নয় কার্যদিবস পার হলেও এখনও হয়নি কোনো মিটিং। যে কারণে জুলাই বিরোধীদের শাস্তির ব্যাপারে ক্যাম্পাসে সংশয় সৃষ্টি হয়েছে।

কমিটির একটি সূত্র জানায়, দায়িত্ব পাওয়ার পর এ মাসের প্রথম দিকে তাদের মাঝে একবার আলোচনা হয়েছে। কিন্তু এখনও কোনো ফরমাল মিটিং হয়নি। যে কারণে এই কমিটি কতটা সফল হবে সেটা নিয়ে তারা নিজেরাই সন্দিহান। 

গত ২৪ ডিসেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক আওরঙ্গজীব আব্দুর রাহমানকে আহ্বায়ক করে গঠন করা হয় এ কমিটি। কমিটির অন্য সদস্যরা হলেন— একই বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোঃ শাফিউল ইসলাম, ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোঃ জাকির হুসাইন, আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. জাফর উল্লাহ তালুকদার। গঠিত এ কমিটিকে ১৫ কার্যদিবসের মাঝে রিপোর্ট পেশ করতে বলা হয়।

এদিকে একটি বিশ্বস্ত সূত্রে জানা যায়, জুলাই বিরোধী এ কমিটিসমূহকে প্রথম থেকেই নানাভাবে হুমকি দেওয়া হয়েছে। এমনকি তাদেরকে মৃত্যু হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। যে কারণে কার্যক্রম আগাতে না পেরে পদত্যাগ করে প্রথম কমিটি। একই ধরনের হুমকির কারণে রিভিউ কমিটিও পদত্যাগ করার পথে বলে নিশ্চিত করে এ সুত্র। একইসাথে এ কমিটি ভেঙে আবারও নতুন কমিটি গঠন করা হবে বলে জানা গেছে। 

এ ব্যাপারে সাবেক সমন্বয়ক ও বর্তমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এস এম সুইট। তিনি বলেন, এভাবে বারবার কমিটিগুলো কার্যকর না হওয়া কোনোভাবেই ভালো লক্ষণ হতে পারে না। প্রশাসনকে বলতে চাই, যারা কাজ করতে পারবে না তাদেরকে দিয়ে কেন বারবার কমিটি করা হচ্ছে? এভাবে চলতে থাকলে দেখা যাবে যে বিপ্লব বিরোধিতাকারীরা চূড়ান্ত শাস্তি থেকে বেচে যাচ্ছে। অনতিবিলম্বে কমিটি কার্যকর করতে হবে এবং চূড়ান্ত শাস্তি নিশ্চিত করতে হবে। নতুবা প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে।

এ ব্যাপারে শাখা শিবিরের সভাপতি ইউসুব আলী বলেন, জুলাই আন্দোলনবিরোধী শিক্ষক-কর্মকর্তাদের বিচার ইস্যুতে গঠিত রিভিউ কমিটির সদস্যদের পদত্যাগ কিংবা কমিটির কার্যক্রম কার্যত অচল হয়ে পড়া—উভয়ই অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক। এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির পেছনে প্রকৃত কারণ কী, তা এখনো আমাদের কাছে স্পষ্ট নয়। কার ইশারায় বা কোন অদৃশ্য চাপ ও ভয়ের কারণে তারা এ অবস্থান নিয়েছেন—সে প্রশ্ন স্বাভাবিকভাবেই শিক্ষার্থীদের মনে জাগছে।
আমরা মনে করি, এই বিষয়ে পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। রিভিউ কমিটির এমন ভূমিকার কারণ শিক্ষার্থীদের সামনে স্পষ্টভাবে উন্মুক্ত করা উচিত।

শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, আমরা প্রথম থেকেই জুলাই বিপ্লব বিরোধীদের বিচার চেয়ে আসছি। কিন্তু এ অকেজো প্রশাসন প্রথমত আওয়ামী রাঘববোয়ালদের বাইরে রেখে চুনোপুঁটিদের দিয়ে তালিকা করেছে। এখন আবার শাস্তি নির্ধারণ করতে গিয়ে কমিটি কমিটি খেলা খেলছে। আমরা বলতে চাই, এসব লোক দেখানো কমিটি কমিটি খেলা বাদ দিয়ে অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের অভ্যুত্থানবিরোধী সবার শাস্তি নিশ্চিত করতে হবে। আর এটা যদি আপনারা না পারেন তাহলে আপনাদের আর প্রশাসনে থাকার দরকার নেই। চেয়ার থেকে সসম্মানে নেমে যান।

উল্লেখ্য, গত বছর ১৫ মার্চ জুলাই বিপ্লব বিরোধী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের চিহ্নিতকরণে পাঁচ সদস্যের কমিটি গঠন করে প্রশাসন। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের ২৭১তম সিন্ডিকেট সভায় ১৯ শিক্ষক ও ১১ কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত এবং ৩৩ শিক্ষার্থীকে বহিষ্কার ও সনদ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। একইসঙ্গে, সভায় তাদের শাস্তির মাত্রা নির্ধারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. পারভেজ আজহারুল হককে আহ্বায়ক করে সাত সদস্যের একটি রিভিউ কমিটি গঠন করে প্রশাসন। পরবর্তীতে কমিটির অধিকাংশ সদস্য কাজ করতে অপারগতা প্রকাশ করে পদত্যাগ করেন। তখন পুনরায় এই পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। 

একে


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল