শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬

জনসমর্থনের জোয়ার দেখে একটি পক্ষ ভয়ভীতির পরিবেশ তৈরি করছে: নাহিদ ইসলাম

শুক্রবার, জানুয়ারী ২৩, ২০২৬
জনসমর্থনের জোয়ার দেখে একটি পক্ষ ভয়ভীতির পরিবেশ তৈরি করছে: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জোটের পক্ষে জনসমর্থনের জোয়ার দেখে একটি পক্ষ বিভ্রান্তিমূলক বক্তব্য ও ভয়ভীতির পরিবেশ তৈরি করছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ভোটকেন্দ্র দখল বা ভয় দেখিয়ে মানুষকে সরানোর চেষ্টা করা হলে তা সফল হবে না।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে রাজধানীর ভাটারা থানা এলাকায় 'শাপলাকলি' প্রতীকের পক্ষে গণসংযোগকালে এসব কথা বলেন তিনি। এরপর ভাটারা থানার পাশে বাঁশতলা সড়কে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি বক্তব্য দেন।

নাহিদ ইসলাম বলেন, 'জনগণ ভোটকেন্দ্র পাহারা দেবে এবং তাদের প্রকৃত প্রতিনিধিকে বিজয়ী করবে।'

নির্বাচনি প্রচারণার পরিকল্পনা অনুযায়ী, আজ দিনভর তার রামপুরা উত্তর ও দক্ষিণে প্রচার চালানোর কথা রয়েছে। উল্লেখ্য, ঢাকা-১১ আসনটি রাজধানীর রামপুরা, বাড্ডা, ভাটারা ও হাতিরঝিলের কিছু অংশ নিয়ে গঠিত। আজকের কর্মসূচিতে এনসিপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

সমাবেশে নাহিদ ইসলাম বলেন, পরিবারতন্ত্র, বৈষম্য ও দুর্নীতিকে 'না' বলবেন এবং ইনসাফ, সুশাসন ও প্রকৃত গণতন্ত্রকে 'হ্যাঁ' বলবেন।

নির্বাচনের সময় প্রতিটি ঘরে ঘরে গিয়ে মানুষের আস্থা অর্জন এবং ভোটের দিন সবাইকে কেন্দ্রে নিয়ে আসার জন্য তিনি দলীয় নেতা–কর্মীদের নির্দেশ দেন। একই সঙ্গে আসন্ন গণভোটে 'হ্যাঁ' ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

এবারের নির্বাচনের গুরুত্ব তুলে ধরে এনসিপির আহ্বায়ক বলেন, এটি ১৬ বছরের 'ফ্যাসিবাদী শাসনের' পর প্রথম নির্বাচন এবং এটি একটি নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার সুযোগ। তিনি উল্লেখ করেন, গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতা, শ্রমিক ও সাধারণ মানুষ রক্ত দিয়েছে কেবল সরকার পরিবর্তনের জন্য নয়, বরং গণতন্ত্র, সাম্য ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য।

নাহিদ ইসলাম আরও বলেন, এবারের নির্বাচন কেবল ক্ষমতার পালাবদলের নয়, বরং রাষ্ট্রকাঠামো সংস্কার, গণতন্ত্র ও ইনসাফ প্রতিষ্ঠার নির্বাচন।

ঢাকা-১১ আসনের স্থানীয় সমস্যা নিয়ে তিনি বলেন, 'আমি জনগণের সঙ্গে মিশে কাজ করেছি। এই এলাকার মানুষ আমাকে চেনে।' তিনি অভিযোগ করেন, দীর্ঘ সময় ধরে এই এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস, যানজট, গ্যাস ও বিদ্যুৎ-সংকটসহ নানা সমস্যা বিরাজ করছে। নির্বাচিত হলে এসব সমস্যা স্থায়ীভাবে সমাধানের প্রতিশ্রুতি দেন তিনি।

বক্তব্যের শেষ পর্যায়ে নাহিদ ইসলাম বলেন, ১০ দলীয় জোট নির্বাচনের মাধ্যমে সংসদে যাবে, সরকার গঠন করবে এবং এই বাংলাদেশকে নতুনভাবে নেতৃত্ব দেবে।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল